
Bread Price Hike Alert: আগামী ২০ নভেম্বর থেকে বাড়ছে পাউরুটির দাম। রবিবার প্রতি ৪০০ গ্রাম পাউরুটির দাম ৪ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের সংগঠন।
বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা। আগামী ২০ নভেম্বর থেকে এই দাম বেড়ে ৩২ টাকা হবে। একই ভাবে ২০০ গ্রাম পাউরুটির দাম বর্তমানে ১৪ টাকা যা ২০ নভেম্বরের পর ১৬ টাকা হয়ে যাবে। এ ছাড়া, ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে ৭ টাকা থেকে বেড়ে সাড়ে ৮ টাকা হবে।
আরও পড়ুন: ২৯৯ টাকায় ১০ লাখ টাকার সুবিধা দিচ্ছে পোস্ট অফিস, কীভাবে পাবেন?
পাউরুটি তৈরির বিভিন্ন কাঁচামাল যেমন চিনি, ময়দা, ঘি ইত্যাদির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের সংগঠন। পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে জানানো হয়েছে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই পাউরুটির দাম সবচেয়ে কম। বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলিতে ৪০০ গ্রাম পাউরুটির দাম ৩৬ টাকা থেকে ৫০ টাকা। কোথাও আবার ৫০ টাকার থেকেও বেশি দামে পাউরুটি বিক্রি হয়। মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে রাজ্যের পাউরুটি শিল্পকে বাঁচাতে ফের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের সংগঠন।
এর আগে গত জানুয়ারিতেও প্রতি ৪০০ গ্রাম পাউরুটির দাম ৪ টাকা করে বাড়ানো হয়েছিল। আগামী ২০ নভেম্বর দাম বৃদ্ধির পর এই নিয়ে বছরে দু’বার দাম বাড়ছে পাউরুটির দাম। অর্থাৎ, সব মিলিয়ে মূল্যবৃদ্ধির জেরে প্রতি ৪০০ গ্রামে ৮ টাকা করে দাম বাড়ছে পাউরুটির।