Budget 2026 Defense Stocks: বাজেটে বাড়তে পারে ডিফেন্সে বরাদ্দ, কোন কোন স্টক মালামাল করবে?

সামনেই বাজেট ২০২৬। আর এই বাজেটে কোন সেক্টরের দিকে সরকারের বেশি নজর থাকবে, তা নিয়েই চলছে চর্চা। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান বিশ্বের যা কূটনৈতিক পরিস্থিতি তাতে ২০২৬-এর বাজেটে বাড়তে পারে সামরিক ক্ষেত্রে বিনিয়োগ। তাই একাধিক ব্রোকারেজ ফার্মই এই সেক্টরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে।

Advertisement
বাজেটে বাড়তে পারে ডিফেন্সে বরাদ্দ, কোন কোন স্টক মালামাল করবে?ডিফেন্স স্টক
হাইলাইটস
  • এই বাজেটে কোন সেক্টরের দিকে সরকারের বেশি নজর থাকবে, তা নিয়েই চলছে চর্চা
  • বর্তমান বিশ্বের যা কূটনৈতিক পরিস্থিতি তাতে ২০২৬-এর বাজেটে বাড়তে পারে সামরিক ক্ষেত্রে বিনিয়োগ
  • একাধিক ব্রোকারেজ ফার্মই এই সেক্টরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে

সামনেই বাজেট ২০২৬। আর এই বাজেটে কোন সেক্টরের দিকে সরকারের বেশি নজর থাকবে, তা নিয়েই চলছে চর্চা। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান বিশ্বের যা কূটনৈতিক পরিস্থিতি তাতে ২০২৬-এর বাজেটে বাড়তে পারে সামরিক ক্ষেত্রে বিনিয়োগ। তাই একাধিক ব্রোকারেজ ফার্মই এই সেক্টরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে।

এই প্রসঙ্গে Nirmal Bang জানিয়েছে, ভারতের ডিফেন্স বাজেট কয়েক বছর ধরেই বাড়ছে। আর আসন্ন বাজেটে সেই বরাদ্দ আরও বৃদ্ধির রয়েছে সম্ভাবনা। সামরিক ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রোডাকশন বাড়ানোর চেষ্টা হবে। পাশাপাশি ডিফেন্স এক্সপোর্ট যাতে বাড়ানো যায়, সেই দিকেও লক্ষ্য থাকবে সরকারের।

Nirmal Bang এর মতে, অস্ত্র কেনা বাবদ এবং দেশে ডিফেন্স প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে গত বাজেটে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার। আর ২০২৪-২৫ আর্থিক বছরে ৬.২২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ গত আর্থিক বছরে বেড়েছিল ডিফেন্স বাজেট। আর সেই কারণে ডিফেন্স সেক্টরের কিছু সংস্থার শেয়ার হু হু করে বেড়েছিল। সেই ধারা এবারও বজায় থাকবে বলে আশা করা যায়।

এই পরিস্থিতিতে Nirmal Bang জানিয়েছে যে বাজেটের পর কয়েকটি শেয়ারের দাম বাড়তে পারে। আর সেই শেয়ারগুলি সম্পর্কে দ্রুত জেনে নিন-

Hindustan Aeronautics Ltd (HAL): এটি একটি সরকারি সংস্থা। এটা যুদ্ধবিমান তৈরির জন্য বিখ্যাত। তবে গত ৬ মাসে এই স্টকের দাম মোটামুটি ১০ শতাংশ পড়েছে। কিন্তু বাজেটের পর এর দাম বাড়তে পারে।

BEML: অত্যন্ত চর্চিত একটি স্টক হল বিইএমএল। এটি ডিফেন্স এবং রেলওয়ের প্রযুক্তি তৈরি করে। আর গত ছয় মাসে এই শেয়ারের দাম ২৩ শতাংশের মতো পড়ে গিয়েছে।

Data Patterns এবং Solar Industries: এই সব স্টক ডিফেন্সের ইলেক্ট্রনিক্স এবং সাবসিস্টেম সাপ্লাই করে। আর ডেটা প্যাটার্নের শেয়ারের দাম গত এক বছরে ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ৪০ শতাংশ রিটার্ন দিয়েছে সোলার ইন্ড্রাস্ট্রিজের শেয়ার।

Advertisement

বিশেষজ্ঞরা তাই এই ৪টি স্টকের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন। তাতে আগামিদিনে ভাল লাভ মিলতে পারে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

POST A COMMENT
Advertisement