bullet 650 Launch: Bullet এবার ডবল পাওয়ারফুল! মধ্যবিত্তের 650cc সুপারবাইক আনল Royal Enfield

বুলেট প্রেমীদের জন্য় সুখবর। এ বার ৬৫০ সিসি-এর বুলেট লঞ্চ করছে Royal Enfield। তারা ইতিমধ্যেই গোয়ায় অনুষ্ঠিত হওয়া মটোভার্সে বাইকটিকে সামনে এনেছে। যার ফলে ইতিমধ্যেই উত্তেজনা বাড়তে শুরু করেছে বুলেট প্রেমীদের মধ্যে।

Advertisement
বুলেট এবার ডবল পাওয়ারফুল! মধ্যবিত্তের 650cc সুপারবাইক আনল Royal Enfieldবুলেট ৬৫০
হাইলাইটস
  • বুলেট প্রেমীদের জন্য় সুখবর
  • এ বার ৬৫০ সিসি-এর বুলেট লঞ্চ করছে Royal Enfield
  • তারা ইতিমধ্যেই গোয়ায় অনুষ্ঠিত হওয়া মটোভার্সে বাইকটিকে সামনে এনেছে

বুলেট প্রেমীদের জন্য় সুখবর। এ বার ৬৫০ সিসি-এর বুলেট লঞ্চ করছে Royal Enfield। তারা ইতিমধ্যেই গোয়ায় অনুষ্ঠিত মটোভার্সে বাইকটিকে সামনে এনেছে। যার ফলে ইতিমধ্যেই উত্তেজনা বাড়তে শুরু করেছে বুলেট প্রেমীদের মধ্যে।

আসলে এই গাড়িটির গ্লোবাল প্রিমিয়ার হয় EICMA 2025-তে। তবে এই প্রথমবারের জন্য ভারতের মাটিতে দেখা গেল এই বাইকটিকে। যার ফলে মানুষের ভালোবাসার বুলেট পেল এক অন্য পরিচিতি। এবার তার ইঞ্জিন হতে চলেছে ৬৫০।

কেমন হচ্ছে ডিজাইন?

বুলেটের ডিজাইনের সঙ্গে আমরা সকলেই পরিচিত। আর সেই ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এর ৬৫০ ভার্সন তৈরি করা হয়েছে। এটির স্টান্স রয়েছে আপ রাইট। ফুয়েল ইঞ্জিনের আকারও একবারে ক্লাসিক বুলেটের মতো। এছাড়া এতে রয়েছে ক্যাসকেট হেড ল্যাম্প। পাশাপাশি এতে আপনি লং বেঞ্চ স্টাইল সিটও পাবেন।

ইঞ্জিন সম্পর্কে জেনে নিন

এই গাড়ির সবথেকে বড় আকর্ষণের জায়গা হল এর ইঞ্জিন। এতে রয়েছে ৬৪৮ সিসি-এর প্যারালাল টুইন ইঞ্জিন। এই এয়ার ওয়েল কুলড ইউনিট ৪৭ বিএইচপিতে ৭২৫০ আরপিএম পাওয়ার জেনারেট করে। শুধু তাই নয়, এটি ৫২.৩ এনএম অব টর্ক দিতে পারে ৫৬৫০ আরপিএম-এ। এই বাইকের রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।

বুলেট ৬৫০ স্টিল টিউবুলার স্পাইন ফ্রেম দিয়ে তৈরি। যার ফলে এটির স্টেবিলিটি খুব ভাল। এমনকী এটি বিভিন্ন রোড কন্ডিশনেও পারফর্ম করে।

এর সাসপেনশনের কথা বললে, এতে রয়েছে ৪৩মিমি টেলিস্কোপিক ফর্ক। সেই সঙ্গে এতে ১২০মিমি ট্রাভেল অ্যাট দ্যা ফ্রন্ট এবং ৯০০মিমি ট্রাভেল অ্যাট রেয়ারের টুইন শক অ্যাবসরভার রয়েছে।

চাকা কত বড়?

বুলেট ৬৫০-এ পাবেন ১৯ ইঞ্চি সামনের চাকা এবং ১৮ ইঞ্চি পিছনের চাকা। এতে ব্রেকিংও দারুণ। এতে রয়েছে ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ৩০০মিমি-এর রেয়ার ডিস্ক। এই দুটিতেই রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। এই বাইকের সিট হাইট ৮০০মিমি। এই বাইকের হ্যান্ডেলবার বেশ বড়। তাই চালাতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

Advertisement

ফুয়েল ট্যাঙ্ক কত বড়?

এতে রয়েছে ১৪.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক। শুধু তাই নয়, এর ওজন ২৪৩ কেজি। পাশাপাশি এতে পাবেন USB Type C পোর্ট।

কবে আসছে?

মনে করা হচ্ছে মোটামুটি ২০২৬ সালের জানুয়ারি থেকে মিলবে এই বাইক। তবে এর দাম এখনও জানা যায়নি। তাই এখনও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

POST A COMMENT
Advertisement