আজ ধনতেরাস। গোটা দেশেই উদযাপিত হচ্ছে এই উৎসব। মানুষ প্রতিবছরের মতো এ বছরও নিয়ম করে সোনা এবং রুপো কিনছেন। ভিড় হচ্ছে গয়নার দোকানে।
তবে আপনি যদি সোনা কিনতে দোকানে না যেতে চান, তাহলে চিন্তা নেই। মাত্র ৩০ সেকেন্ডেই কিনে ফেলতে পারবেন সোনা। আর এই গোটা কাজটা বাড়ি বসেই সেরে ফেলতে পারবেন।
আসলে অনলাইনে সোনা কেনা খুবই সহজ। আর সেই সোনা আপনি খুব সহজে বিক্রিও করে দিতে পারবেন।
বাড়ছে সোনার দাম
এখন সোনা বা রুপোর গয়না কিনতে গেলে পকেটে ছ্যাঁকা লাগছে। দাম এতটাই বেড়ে গিয়েছে যে সকলের পক্ষে গয়না কেন সম্ভব হচ্ছে না। যদিও সেই সমস্যার সহজ সমাধান করে দিতে পারে ডিজিটাল সোনা। এক্ষেত্রে মাত্র ১ হাজার টাকাতেই কিনে ফেলতে পারবেন সোনা। যখন খুশি তখন বিক্রিও করে দিতে পারবেন। তাই একদম টেনশন না নিয়ে ডিজিটাল সোনা কেনার পদ্ধতিটি জেনে নিন।
কীভাবে কিনবেন?
আপনি কি Paytm ব্যবহার করেন, তাহলে ভালো খবর রয়েছে। এই অ্যাপেই মাত্র ১ হাজার টাকা ব্যবহার করে কিনতে পারবেন সোনা।
এক্ষেত্রে অ্যাপটি খোলার পরই BUY GOLD অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করেই নিজের ইচ্ছেমতো সোনা কিনতে পারেন।
উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি ধনতেরাসে ১০০০ টাকার সোনা কেনেন, তাহলে পাবেন ০.০৭৩৩ গ্রাম সোনা। এতে আবার ৩ শতাংশ জিএসটিও ধরা থাকবে। এছাড়া ৫ হাজার টাকা খরচা করলে ২৪ ক্যারেট গোল্ডের ০.৩৬৬৫ গ্রাম, ১০ হাজার টাকায় ০.৭৩৩১ গ্রাম এবং ২০ হাজার টাকায় ১.৪৬৬৩ গ্রাম সোনা পাবেন।
এছাড়া পেটিএম থেকে রোজ, সপ্তাহে এবং মাসেও সোনা কিনতে পারেন। আর সেটাও পারবেন SIP-এর মতো করে। এক্ষেত্রে ৫১ টাকার SIP-এ কিনতে পারবেন সোনা। এছাড়া চাইলে ১০১, ২৫১, ৫০১ এবং ১০০১ টাকাতেও সোনায় SIP করতে পারেন। এর মাধ্যমেই গত ৮ বছরে তিনগুণ রিটার্ন মিলেছে।
আপনি সোনা কেনার পরই একটা পারচেস রিসিপ্ট পাবেন। চাইলে এটা অনলাইনেই বিক্রি করে দিতে পারেন। আর এখানে যেই সোনা কিনবেন, সেটা ২৪ ক্যারেটের। অর্থাৎ একদম খাঁটি।
এছাড়াও...
MMTC-PAMP-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি সোনা কিনতে পারেন। MMTC-PAMP হল LBMA-অনুমোদিত। এর মাধ্যমেই সোনা কেনা, বেচা এবং তুলে নেওয়া যায়। এই স্কিমের সাহায্যে ৯৯৯.৯ পিউরিটির সার্টিফায়েট সোনা আপনি মার্কেটের থেকে কম দামে পেয়ে যাবেন। এমনকী আপনি এটা বাড়িতে ডেলিভারিও করাতে পারেন। তবে এক্ষেত্রে ১ গ্রাম সোনা কিনতেই হবে। নইলে কেনা সম্ভব নয়।
আর কোথায় কোথায় কেনা যায়?
Paytm ছাড়াও Flipkart and Amazon থেকে গোল্ড কয়েন কিনতে পারেন। এছাড়া Tanishq, Kalyan Jewellers, Senco Gold এবং PC Jewellers থেকে থেকেও সোনা এবং রুপোর কয়েন কিনতে পারেন।