Census 2027: ২০২৭-এ জনগণনায় এই ৩৩টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, প্রথম দফার বিজ্ঞপ্তি জারি

Census 2027: প্রথম ধাপের জনগণনা চলবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে মূলত দেশের প্রতিটি বাড়ির গঠন, ব্যবহার এবং সেখানে থাকা পরিকাঠামো ও সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

Advertisement
২০২৭-এ জনগণনায় এই ৩৩টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, প্রথম দফার বিজ্ঞপ্তি জারি

Census 2027: কেন্দ্র সরকার ২০২৭ সালের জনগণনার প্রথম ধাপের জন্য প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করল। এই প্রথম ধাপে হবে বাড়ি ও বসতভিটে সংক্রান্ত গণনা, যাকে বলা হচ্ছে হাউসলিস্টিং এবং হাউজিং সেনসাস। মোট ৩৩টি প্রশ্ন রাখা হয়েছে এই পর্যায়ে। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। জনসংখ্যা গণনার দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদা ভাবে জানানো হবে বলে সরকারি সূত্রে খবর।

প্রথম ধাপের জনগণনা চলবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে মূলত দেশের প্রতিটি বাড়ির গঠন, ব্যবহার এবং সেখানে থাকা পরিকাঠামো ও সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। ২০১১ সালের জনগণনায় এই ধাপে প্রশ্ন ছিল ২৯টি। এবছর তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইন্টারনেট ব্যবহার এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত প্রশ্ন। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজে তথ্য দেওয়ার বা সেলফ এনিউমারেশনের সুযোগও রাখা হচ্ছে, যা ১৫ দিনের জন্য খোলা থাকবে।

সরকারি নথি অনুযায়ী, প্রশ্নগুলির একটি বড় অংশ বাড়ির কাঠামো নিয়ে। মেঝে, দেওয়াল ও ছাদের প্রধান উপকরণ কী, বাড়িটি বসবাসযোগ্য কি না, তার ব্যবহার কী ধরনের এবং সেনসাস হাউস নম্বর—এই সব তথ্য নেওয়া হবে। পাশাপাশি পরিবারের কর্তার নাম, লিঙ্গ, তফসিলি জাতি বা উপজাতিভুক্ত কি না, বাড়ির মালিকানা, মোট ঘরের সংখ্যা এবং বিবাহিত দম্পতির সংখ্যা সম্পর্কেও প্রশ্ন থাকবে।

এই ধাপে বাড়ির মৌলিক সুযোগ-সুবিধার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। পানীয় জলের উৎস কী, আলো জ্বালানোর ব্যবস্থা কীভাবে হয়, শৌচালয়ের ধরন, নিকাশি ব্যবস্থা, স্নানঘরের সুবিধা, রান্নাঘর আছে কি না, এলপিজি বা পিএনজি সংযোগ এবং রান্নার জ্বালানির ধরণ, সবই নথিভুক্ত করা হবে। পাশাপাশি আধুনিক সুবিধার মধ্যে রেডিও, টিভি, ইন্টারনেট সংযোগ, ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল বা স্মার্টফোন এবং পরিবারের কাছে থাকা যানবাহনের তথ্যও সংগ্রহ করা হবে।

Advertisement

প্রসঙ্গত, কোভিড অতিমারির কারণে ২০২১ সালের জনগণনা পিছিয়ে যায়। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ২০২৭ সালে দু’টি ধাপে জনগণনা হবে। দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনার পাশাপাশি জাতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হতে পারে বলে জল্পনা রয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, নিযুক্ত সেনসাস আধিকারিকদের এই প্রশ্নপত্র অনুযায়ী তথ্য সংগ্রহ করতেই হবে।

 

POST A COMMENT
Advertisement