ওলা, উবরের রমরমায় এবার প্রতিযোগীতায় নামতে চলেছে কেন্দ্রের 'সহকার ট্যাক্সি'। খুব শীঘ্রই এই ক্যাব পরিষেবা আনা হবে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বুধবার সংসদে এ কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমবায়-ভিত্তিক এই পরিষেবা ক্যাব চালকদের সরাসরি সুবিধা দেবে। ওলা এবং উবরের মতো অ্যাপ-ভিত্তিক পরিষেবার আদলে তৈরি এই উদ্যোগটি সমবায় সমিতিগুলিকে চালকদের আয় থেকে মধ্যস্থতাকারীদের কোনও কর ছাড়াই দু'চাকার যান, ট্যাক্সি, রিকশা এবং চার চাকার যানবাহন রেজিস্টারের অনুমতি দেবে।
লোকসভায় শাহ সাফ জানান, এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সহকার সে সমৃদ্ধি' (সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি) প্রকল্পের অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি কেবল একটি স্লোগান নয়। সহযোগী মন্ত্রক এটি বাস্তবায়নের জন্য সাড়ে তিন বছর ধরে নিরলসভাবে কাজ করেছে। কয়েক মাসের মধ্যে, একটি বড় সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করা হবে, যাতে চালকেরা সরাসরি লাভের মুখ দেখবে।" অর্থাৎ এই অ্যাপে চালকদের থেকে কোনও টাকা কাটা হবে না। ফলে ভাড়া সরাসরি যাবে চালকদের পকেটে।
ওলা, উবরের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণেই এই প্রকল্প আনছে কেন্দ্র সরকার। সম্প্রতি এক অ্যাপ ক্যাব ব্যবহারকারী আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে বুকিং করতে গিয়ে রাইড ভাড়া পরিবর্তিত হয় বলে প্রতিবেদন প্রকাশের পর কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) সম্প্রতি উভয় কোম্পানিকে নোটিশ জারি করেছে।
অভিযোগের জবাবে, ওলা বৈষম্যের দাবি অস্বীকার করেছে। CCPA-কে তাদের দাবি, "আমাদের সব গ্রাহকের জন্য সমমূল্য কাঠামো রয়েছে। ব্যবহারকারীর মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের ভিত্তিতে কোনও পার্থক্য করা হয় না।"
উবরও অভিযোগ অস্বীকার করে বলেছে, "দাম কোনও যাত্রীর ফোন মডেলের উপর নির্ভর করে নির্ধারিত হয় না। আমরা কোনও যাত্রীর ফোন প্রস্তুতকারকের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করি না।"
২০২৪-এর ডিসেম্বরে এক্স-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দু'টি ফোনে একই উবর যাত্রার জন্য আলাদা ভাড়া দেখানোর পর বিতর্কটি তীব্র আকার ধারণ করে। এরপর ব্যাপক বিতর্ক হয়।
ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই ধরনের বৈষম্যমূলক দাম নির্ধারণকে "অন্যায্য বাণিজ্য অনুশীলন" হিসেবে দাবি করেছেন।