scorecardresearch
 

Dhanteras Cheapest Gold: একেবারে সস্তায় পাবেন সোনা, ঘরে বসেই Gold কিনুন এখান থেকে

আজ ধনতেরস। এদিন সোনা-রুপো কেনেন অনেকেই। ধনতেরসে সোনা কেনার চল বহুদিনের। সোনাকে শুভ বলে মনে করা হয়। আবার সোনা এক অমূল্য সম্পদও বটে। বিপদে-আপদে সোনা বড় ভরসা। এদিন সোনার দোকাগুলিতে ভিড় লেগে থাকে। তবে সোনার যা দাম, তা আকাশছোঁয়া। তাই অনেকেই চান সস্তায় সোনা কিনতে। ঘরে বসে সহজেই সস্তায় খাঁটি সোনা কিনতে পারবেন। আবার, বিক্রিও করতে পারবেন। 

Advertisement
সোনা কিনুন ঘরে বসেই, একদম সস্তায়। সোনা কিনুন ঘরে বসেই, একদম সস্তায়।
হাইলাইটস
  • আজ ধনতেরস।
  • এদিন সোনা-রুপো কেনেন অনেকেই।
  • ঘরে বসে সহজেই সস্তায় খাঁটি সোনা কিনতে পারবেন।

আজ ধনতেরস। এদিন সোনা-রুপো কেনেন অনেকেই। ধনতেরসে সোনা কেনার চল বহুদিনের। সোনাকে শুভ বলে মনে করা হয়। আবার সোনা এক অমূল্য সম্পদও বটে। বিপদে-আপদে সোনা বড় ভরসা। এদিন সোনার দোকাগুলিতে ভিড় লেগে থাকে। তবে সোনার যা দাম, তা আকাশছোঁয়া। তাই অনেকেই চান সস্তায় সোনা কিনতে। ঘরে বসে সহজেই সস্তায় খাঁটি সোনা কিনতে পারবেন। আবার, বিক্রিও করতে পারবেন। 

মাত্র ১০০১ টাকায় সোনা কিনতে পারবেন। ভাবছেন, এও হয় নাকি! হ্যাঁ, সহজেই ঘরে বসে সস্তায় সোনা কিনতে পারবেন। জেনে নিন...


* Paytm-এর মাধ্যমে ১০০১ টাকার সোনা কিনতে পারবেন। Paytm খুললেই 'সোনা কিনুন অপশনটি দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে আপনি যত খুশি সোনা কিনতে পারবেন। টাকা দেওয়ার সময়, আপনাকে সোনার দামের সঙ্গে ৩ শতাংশ দিতে হবে।

আরও পড়ুন

ধরা যাক, আপনি যদি আজ Paytm থেকে ১০০১ টাকা মূল্যের সোনা কেনেন, তা হলে আপনি বিনিময়ে ০.১২৩৯ গ্রাম সোনা পাবেন। গ্রাহককে ৩ শতাংশ জিএসটি দিতে হবে। এইভাবে আপনাকে মোট ১০৩১.৪১ টাকা দিতে হবে। ডিজিটাল মাধ্যমে কেনা সোনা ২৪ ক্যারাট খাঁটি।

* MMTC-PAMP-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ঘরে বসে সোনা কিনতে পারেবেন। MMTC-PAMP দেশের একমাত্র LBMA স্বীকৃত স্বর্ণ শোধনাগার সংস্থা।  এজন্য আপনাকে কমপক্ষে ১ গ্রাম সোনা কিনতে হবে। Paytm ছাড়াও অনেক মোবাইল ওয়ালেট প্ল্যাটফর্ম রয়েছে যা গ্রাহকদের এই সুবিধা প্রদান করছে।


ডিজিটাল মাধ্যমে সোনা কেনা সবচেয়ে সহজ উপায়। অনেক ব্যাঙ্ক, মোবাইল ওয়ালেট এবং ব্রোকারেজ কোম্পানি MMTC-PAMP বা SafeGold এর সঙ্গে মেলবন্ধন করে এবং তাদের অ্যাপের মাধ্যমে সোনা বিক্রি করে। এছাড়াও, আপনি কমোডিটি এক্সচেঞ্জের অধীনে স্টক মার্কেটে সোনা বেচাকেনা করতে পারেন। পাশাপাশি, Flipkart এবং Amazon-এ সোনার কয়েন-সহ গয়না কিনতে পারেন। 

Advertisement

বিভিন্ন সোনার দোকান, যেমন, তানিষ্ক, কল্যাণ জুয়েলার্স, সেনকো গোল্ড এবং পিসি চন্দ্র জুয়েলার্সের ওয়েবসাইট থেকে গয়না কিনতে পারেন। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন। একই সময়ে, আপনি অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ গিয়ে সোনার হারের আপডেট জানতে পারবেন।
 

TAGS:
Advertisement