SIR Form: SIR ফর্ম এখনও পাননি? এই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে

তবে মুশকিল হল, এখনও অনেক ভোটারই এই ফর্ম পাননি বলে অভিযোগ। যার ফলে তাদের মাথায় বাড়ছে স্ট্রেস। তারা বুঝতে পারছেন না ঠিক কীভাবে এই ফর্ম মিলবে। যদিও এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নির্বাচন কমিশন। তাদের তরফ থেকে অভিযোগ জানানোর নম্বর দেওয়া হয়েছে। সেই সব নম্বরে ফোন করেই আপনি অভিযোগ জানাতে পারবেন বলে খবর।

Advertisement
SIR ফর্ম এখনও পাননি? এই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবেএনুমারেশন ফর্ম না পেলে কী করবেন?
হাইলাইটস
  • এখনও অনেক ভোটারই এই ফর্ম পাননি বলে অভিযোগ
  • যার ফলে তাদের মাথায় বাড়ছে স্ট্রেস
  • তারা বুঝতে পারছেন না ঠিক কীভাবে এই ফর্ম মিলবে

বাংলায় SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ অনেক দিন ধরেই চলছে। ৪ নভেম্বর থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। তারা ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম। এই ফর্ম ফিলআপ করেই জমা দিতে হবে। তারপরই ভোটার তালিকায় নাম থাকবে বলে জানা গিয়েছে।

তবে মুশকিল হল, এখনও অনেক ভোটারই এই ফর্ম পাননি বলে অভিযোগ। যার ফলে তাদের মাথায় বাড়ছে স্ট্রেস। তারা বুঝতে পারছেন না ঠিক কীভাবে এই ফর্ম মিলবে। যদিও এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নির্বাচন কমিশন। তাদের তরফ থেকে অভিযোগ জানানোর নম্বর দেওয়া হয়েছে। সেই সব নম্বরে ফোন করেই আপনি অভিযোগ জানাতে পারবেন বলে খবর।

কোন নম্বরে ফোন করতে হবে?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, এনুমারেশন ফর্ম না পেলে ১৯৫০, ২২৩১০৮৫০-এই দুই নম্বরে ফোন করে জানান যাবে অভিযোগ।

তবে যারা ফোন করতে চাইছেন না তারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন। এক্ষেত্রে ৯৮৩০০৭৮২৫০ এই নম্বরে নিজের ভোটার কার্ডের নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে মেসেজ করুন। তাতেই সাহায্য পাবেন বলে জানান হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।

ফর্ম দেওয়া হয়ে গিয়েছে

অক্টোবর ২৮ পর্যন্ত যাদের নাম রয়েছে ভোটার লিস্টে, তাদের প্রায় সকলেই এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন বলে দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগরবাল। পাশাপাশি তিনি ভোটারদের ঠিক ঠাক করে ফর্ম ফিলআপ করার পরামর্শও দিয়েছেন। এর মাধ্যমেই সঠিক ভোটার তালিকা গড়ে তোলা সম্ভব হবে বলে জানান তিনি।

ছবি লাগানো ঐচ্ছিক

এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পরই ছবি তোলার লাইন লেগে গিয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এসআইআর-এ ছবি লাগানো ঐচ্ছিক। যদিও ছবি না তুললে বিএলও-রা বাড়ি গিয়ে বিএলও অ্যাপে ভোটারদের ছবি তুলবেন বলেই খবর।

ফর্মে সই করা মাস্ট

কিউআর কোড যুক্ত ফর্ম হাতে পাচ্ছেন ভোটাররা। সেক্ষেত্রে ফর্ম ফিলআপ করার সময় আবেদনকারীকে অবশ্যই পুরো সাক্ষর করতে হবে। সেটা সম্ভব না হলে টিপ সই হল মাস্ট।

Advertisement

কাজের জন্য অন্য কোথাও থাকলে?

যদি কেউ বাড়িতে না থাকার জন্য ফর্মে সাক্ষর না করতে পারেন, তাহলে পরিবারের কেউ সই করে ফর্মটা জমা দিতে পারেন। তবে এমন পরিস্থিতিতে সাক্ষরকারীর নাম লিখতে হবে। পাশাপাশি আবেদনকারীর সঙ্গে তার সম্পর্কও জানাতে হবে। তাহলেই ফর্ম জমা দেওয়া যাবে।

POST A COMMENT
Advertisement