Personal Loan Documents: কী কী ডকুমেন্ট ছাড়া পাবেন না পার্সোনাল লোন? জানা মাস্ট

পার্সোনাল লোন এখন অনেকেই নিতে চান। মূলত শখ পূরণ করতে বা সংকটের পরিস্থিতি সামাল দিতেই তারা এই লোন নিতে চান। কিন্তু অনেক চেষ্টার পরও তা পান না। কারণ, তারা পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে যেই যেই ডকুমেন্টস লাগে, সেগুলি দেখাতে পারেন না। যার ফলে লোন পাশ হয় না।

Advertisement
কী কী ডকুমেন্ট ছাড়া পাবেন না পার্সোনাল লোন? জানা মাস্টপার্সোনাল লোনের ডকুমেন্টস
হাইলাইটস
  • পার্সোনাল লোন এখন অনেকেই নিতে চান
  • মূলত শখ পূরণ করতে বা সংকটের পরিস্থিতি সামাল দিতেই তারা এই লোন নিতে চান
  • তারা পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে যেই যেই ডকুমেন্টস লাগে, সেগুলি দেখাতে পারেন না

পার্সোনাল লোন এখন অনেকেই নিতে চান। মূলত শখ পূরণ করতে বা সংকটের পরিস্থিতি সামাল দিতেই তারা এই লোন নিতে চান। কিন্তু অনেক চেষ্টার পরও তা পান না। কারণ, তারা পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে যেই যেই ডকুমেন্টস লাগে, সেগুলি দেখাতে পারেন না। যার ফলে লোন পাশ হয় না।

তাই পার্সোনাল লোন নেওয়ার ইচ্ছে থাকলে, সবার প্রথমে ডকুমেন্টসগুলি সম্পর্কে জানতে হবে। তাহলেই আগেভাগে কাগজগুলি গুছিয়ে রাখতে পারবেন। সেই মতো ব্যাঙ্ক চাইলে আপনি তা জমা দিয়ে দিতে পারবেন। তারপর পাশ হয়ে যাবে আপনার লোন।

কী কী ডকুমেন্টস লাগবে?

১. আইডেন্টি প্রুফ লাগবে সবার আগে। এক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড জমা দিতে পারেন। এগুলি আপনার আইডেন্টিটি প্রুফ।

২. দিতে হবে অ্যাড্রেস প্রুফ। এক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, জলের বিল, ভাড়ার এগ্রিমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট দিতে পারেন। এগুলির মাধ্যমে ব্যাঙ্ক আপনার ঠিকানা সম্পর্কে নিশ্চিত হবে।

৩. প্রুফ অব ইনকাম। এক্ষেত্রে আপনার কাজের ধরনের উপর ইনকাম প্রুফ হবে ভিন্ন। যারা স্যালারি পান, তাদের জন্য এক নিয়ম। আর যারা ব্যবসা করেন, তাদের জন্য এক।

যারা স্যালারি পান, তাদের দেখাতে হবে ৩ থেকে ৬ মাসের স্যালারি স্লিপ, শেষ ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফর্ম ১৬ বা সাম্প্রতিক ইনকাম ট্যাক্স রিটার্ন। এছাড়া এমপ্লয়মেন্ট প্রুফ হিসাবে আইডি কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগতে পারে।

আবার যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে প্রুফ একটু আলাদা। এক্ষেত্রে ২-৩ বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন লাগতে পারে। এছাড়া সিএ-এর অডিট করা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে পারেন। পাশাপাশি ৬ থেকে ১২ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টেরও প্রয়োজন পড়তে পারে। পাশাপাশি ব্যবসার প্রমাণ হিসাবে বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জিএসটি রেজিস্টেশন সার্টিফিকেট দেখাতে হতে পারে।

এ সব ডকুমেন্টস ছাড়াও আপনার কাছে কিছু ডকুমেন্টস চাইতে পারে ব্যাঙ্ক। আবার নাও চাইতে পারে। তবে এই ডকুসেন্টসগুলি রেডি রাখুন। তাতেই কাজ হবে।

Advertisement

পরিশেষে বলি, পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট অনেকটাই হাই থাকে। তবে সিভিল স্কোর ৭৫০-এর বেশি থাকলে কমেও পেতে পারেন এই লোন। তাই চেষ্টা করুন এই সিভিল স্কোর ৭৫০-এর উপরে রাখার। তাহলেই কম সুদে লোন পাবেন। 

 

POST A COMMENT
Advertisement