Duare Sarkar Camp List: দুয়ারে সরকার আপনার এলাকায় কবে-কোথায় ? লিস্ট দেখুন
এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। তার মধ্যে রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প (Medhashree Scholarship)। এই প্রকল্প একেবারে নতুন শুরু হয়েছে।
দুয়ারে সরকার- কলকাতা,
- 25 Mar 2023,
- (Updated 25 Mar 2023, 12:33 PM IST)
হাইলাইটস
- ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে 'দুয়ারে সরকার'
- ৩২টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে
রাজ্যে আবারও দুয়ারে সরকার (Duare Sarkar) শুরু হতে চলেছে। ১ এপ্রিল থেকে সারা রাজ্যেই দুয়ারে সরকার (Duare Sarkar Camp) শিবির শুরু হবে। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে 'দুয়ারে সরকার'। এবার দুয়ারে সরকার ক্যাম্পে ৩২টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দুয়ারে সরকার থেকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন করতে পারবেন উপভোক্তারা।
এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। তার মধ্যে রয়েছে মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প (Medhashree Scholarship)। এই প্রকল্প একেবারে নতুন শুরু হয়েছে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা ভাতা দেওয়া হবে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। মেধাশ্রী ছাড়াও এবার আরও তিনটি নতুন প্রকল্পে পরিষেবা দেওয়া হবে। সেগুলি হল-প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন, স্পিংলার সেচের জন্য সরকারি আর্থিক সাহাযের জন্য় আবেদন ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Vobissot credit card)।
আরও পড়ুন: 7th Pay Commission Dearness Allowance: ৪ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, পরের মাসেই ঢুকবে মোটা বেতন
১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হলেও, সব জায়গায় একইদিনে ক্যাম্প হবে না। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা দিনে দুয়ারে সরকার হবে। ঘরে বসে আপনি সহজেই অনলাইনে জানতে পারবেন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে। তাহলে আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন যে কোনও পরিষেবা পাওয়ার আবেদন করার জন্য। নীচের পদ্ধতি মেনে আপনি সহজেই জানতে পারবেন আপনার ওয়ার্ড বা পঞ্চায়েত এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp List) হবে।
- প্রথমে দুয়ারের সরকারের অফিসিয়াল ওয়েবসাইট- https://ds.wb.gov.in/ তে যান
- হোম পেজে 'Find Your Camp' অপশনে ক্লিক করুন
- এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে আপনার জেলা, ব্লক, পুরসভা বা ওয়ার্ড নম্বর দিন
- এরপরই পেজে একটি লিস্ট চলে আসবে, তাতে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে তালিকা এসে যাবে
- সেখান থেকে দেখে নিন কোনও তারিখে, কোথায় আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে।