scorecardresearch
 

Coromandel Express Accident Odisha Balassore Train Cancelled: বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে শিয়ালদা-পুরী দুরন্ত সহ একাধিক ট্রেন বাতিল

Coromandel Express Accident Odisha Balassore Train Cancelled: বাহানগা বাজার স্টেশনের কাছেই লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই রুটে একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই সঙ্গেই একাধিক ট্রেনকে ঘুরিয়ে ও ওড়িশার আগেই আটকে দেওয়া হচ্ছে। বাতিল করা হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস।

Advertisement
বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরে শিয়ালদা-পুরী দুরন্ত সহ একাধিক ট্রেন বাতিল বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরে শিয়ালদা-পুরী দুরন্ত সহ একাধিক ট্রেন বাতিল
হাইলাইটস
  • বালাসোরে ট্রেন দুর্ঘটনার জের
  • শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ
  • একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল

Coromandel Express Accident Odisha Balassore Train Cancelled: একসঙ্গে তিনটি ট্রেনের ধাক্কা ওড়িশার বালাসোরে। ভয়াবহ দুর্ঘটনায় ৫০ জনের বেশি মৃত্যুর খবর এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫০ জন জখম। আরও বহু এখনও খোঁজ মেলেনি। অনেকে আটকে আছেন উল্টেযাওয়া ট্রেনের কামরায়, কামরার নীচে। বাহানগা বাজার স্টেশনের কাছেই লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই রুটে একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই সঙ্গেই একাধিক ট্রেনকে ঘুরিয়ে ও ওড়িশার আগেই আটকে দেওয়া হচ্ছে। বাতিল করা হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস। এটি এদিন রাত ৮ টায় শিয়ালদা থেকে ছাড়ার কথা ছিল। অন্যদিকে বিকল্প রুটে একাধিক ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে এল বড় আপটেড, কী জানালেন ওড়িশার মুখ্যসচিব? Photos

কোন কোন ট্রেনগুলি বাতিল

১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২৮৬৩ HWH-SMVB SUF Express বাতিল করা হয়েছে

১২৮৩৯ HWH-MAS Mail বাতিল করা হয়েছে।

১২৪৯৫ SHM-Puri S/F বাতিল করা হয়েছে

২০৮৩১ SHM-SBP Express বাতিল করা হয়েছে।

০২৮৩৭ SRC-Puri Express বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। এলাকায় উদ্ধারকারী টিম গিয়েছে। এদিকে ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকেও অনেকে বেঁচে ফিরেছেন। লাইনচ্যুত হওয়া ৭টি কামরা ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। তবে এখনও সম্পূর্ণ ছবি সামনে আসেনি। ইঞ্জিন সহ প্রথম দিকের ৭টা কামরা একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। এদিকে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা জানিয়েছেন যে দুটি নয় তিনটি ট্রেন পরস্পরকে ধাক্কা মারে।

 

Advertisement