Duplicate Driving License: ড্রাইভিং লাইসেন্স হারিয়েছে? ডুপ্লিকেট কার্ড পাওয়ার উপায় ও খরচ রইল

Duplicate Driving License: গেলেও হারিয়ে যাওয়া বা কোনও কারণে নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের ডুপলিকেট কপি কীভাবে পাবেন-কত খরচ? জেনে নিন..

Advertisement
ড্রাইভিং লাইসেন্স হারিয়েছে? ডুপ্লিকেট কার্ড পাওয়ার উপায় ও খরচ রইলএখন হারিয়ে যাওয়া বা কোনও কারণে নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের ডুপলিকেট কপি পাওয়ার আবেদন করতে RTO অফিসে ছুটতে হবে না।
হাইলাইটস
  • ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার জন্য দীর্ঘকাল অপেক্ষার দিন ফুরিয়েছে।
  • এখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে RTO অফিসে ছুটতে হয় না।

Duplicate Driving License: ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার জন্য দীর্ঘকাল অপেক্ষার দিন ফুরিয়েছে। চলতি বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ঘোষণা করেছিলেন যে, শীঘ্রই মাত্র ৪ ঘণ্টার মধ্যে আবেদনকারীদের হাতে Driving License তুলে দেওয়ার পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

নয়া নিয়মে অনলাইনে যে কেউ ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন। আবেদন করার তালিকা অনুযায়ী আবেদনকারীকে পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা দেওয়ার ৪ ঘণ্টার মধ্যে তাঁকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আবেদনের মাত্র ৪ ঘণ্টার মধ্যে Driving License পাওয়া গেলেও হারিয়ে যাওয়া বা কোনও কারণে নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের ডুপলিকেট কপি কীভাবে পাবেন? জেনে নিন...

এখন হারিয়ে যাওয়া বা কোনও কারণে নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের ডুপলিকেট কপি পাওয়ার আবেদন করতে RTO অফিসে ছুটতে হবে না। ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের ডুপলিকেট কপি পেতে পারেন আপনি। কারণ, এই কাজটাও অনলাইনে সেরে নেওয়া যাবে। হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সের ডুপলিকেট কপি পেতে কী করতে হবে জেনে নিন।

ডুপলিকেট ড্রাইভিং লাইসেন্স পাওয়া পদ্ধতি:
•    ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে প্রথমেই নিকটবর্তী থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ দায়ের করুন। যদি, আপনার পুরনো লাইসেন্স থেকে নাম বা কোনও তথ্য মুছে গিয়ে থাকে, তাহলে প্রথমে আগের লাইসেন্সটি জমা দিয়ে তারপর নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানাতে হবে।
•    অনলাইনে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানাতে প্রথমেই আপনার রাজ্যের পরিবহণ দফতরের ওয়েবসাইটে ক্লিক করুন। 
•    এই https://morth.gov.in/ ওয়েবসাইটে আবেদন জানানোর সময় সব তথ্য জানানো বাধ্যতামূলক।
•    ওয়েবসাইটের নির্দিষ্ট উইন্ডো থেকে LAD ফর্ম ডাউনলোড করে সেটি প্রিন্ট করে নিন।
•    এবার প্রয়োজনীয় নথি জুড়ে দিয়ে ফর্ম সহ RTO-তে জমা দিতে হবে।
•    আবেদনের পরে আপনার দেওয়া ঠিকানায় স্পিড পোস্ট-এ ডুপলিকেট ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে।

Advertisement

ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনের ব্লু বুক স্মার্ট কার্ড হিসাবে পেতে খরচ হবে ৪০০ টাকা। প্রতি স্মার্ট কার্ডের জন্য পরিবহণ দফতরকে অতিরিক্ত ২০০ টাকা করে দিতে হবে।

POST A COMMENT
Advertisement