Durga Puja Special Government Bus: শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখার স্পেশাল সরকারি বাস, কীভাবে বুকিং-খরচ বিস্তারিত

Durga Puja Special Bus for Kolkata Puja Mandaps by West Bengal Transport Corporation: দুর্গাপুজোর আর মাত্র ১৬ দিন বাকি। শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখতে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ। ট্রেন, বাস, মেট্রোতে তিল ধারণের ঠাঁই মেলে না। পুজোর দিন কয়েক আগে থেকে গাড়ি ভাড়া করতে গেলেও দাম ওঠে আকাশছোঁয়া।

Advertisement
শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখার স্পেশাল সরকারি বাস, কীভাবে বুকিং-খরচ বিস্তারিতদুর্গাপুজোয় বুক করে ফেলুন সরকারি বাস
হাইলাইটস
  • শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখতে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ
  • ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায়
  • হাবড়া ডিপো থেকে ভাড়া জনপ্রতি ৫০০ টাকা

Durga Puja Special Bus for Kolkata Puja Mandaps by West Bengal Transport Corporation: দুর্গাপুজোর (Durga Puja) আর মাত্র ১৬ দিন বাকি। শহরতলি থেকে কলকাতায় ঠাকুর দেখতে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ। ট্রেন, বাস, মেট্রোতে তিল ধারণের ঠাঁই মেলে না। পুজোর দিন কয়েক আগে থেকে গাড়ি ভাড়া করতে গেলেও দাম ওঠে আকাশছোঁয়া। পুজোর দিনে ট্যাক্সি, অনলাইন ক্যাবও চড়া দাম হাঁকাবে। তাই চোখ বুজে নিশ্চিন্তে বুক করে ফেলুন রাজ্য পরিবহন নিগমের সরকারি বাস (Government Bus)। শহরতলি থেকে বাসে কলকাতার পুজো পরিক্রমা (Kolkata Puja Parikrama) করানো হবে। খরচ কত পড়বে? কোন কোন পুজোগুলি থাকছে তালিকায়?

নন-এসি বাসে রাজ্য পরিবহন দফতরের বাসে শহরতলি থেকে কলকাতার পুজো পরিক্রমা

শহরতলি থেকে কলকাতার পুজো পরিক্রমা করতে নন-এসি বাসে যে পুজোমণ্ডলগুলি দেখানো হবে; সেগুলি হল- সিংহী পার্ক, একডালিয়া, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালী, শিবমন্দির, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন, বাগবাজার পল্লী।

যাত্রা শুরু হবে কখন, কোথা থেকে?

হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড়। সকাল: ৯.১৫তে বাস ছাড়বে। ব্যারাকপুর ও হাবড়া ডিপো থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায়।

জনপ্রতি ভাড়া কত?

হাওড়া স্টেশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, বারাসাত কলোনি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা, ডানলপ মোড় ও ব্যারাকপুর থেকে জনপ্রতি ভাড়া ৪০০ টাকা। হাবড়া ডিপো থেকে ভাড়া জনপ্রতি ৫০০ টাকা। ৫ বছরের ঊর্ধ্বে ভাড়া প্রযোজ্য। 

বাসগুলি নির্ধারিত রুটে বারোয়ারি পুজোগুলি ঘুরে দেখাবে। যাত্রা শেষও হবে একই জায়গায়। সপ্তমী ও নবমীতে এই টার্মিনাসগুলি থেকে বাস ছাড়বে।

বুকিং কীভাবে?

অনলাইনে www.wbtconline.in থেকে বুক করা যাচ্ছে। এছাড়াও, ৮৬৯৭৭৩৩৩৯১/৯২ নম্বর থেকেও বুক করতে পারেন। হোয়াটস অ্যাপে বুক করতে হলে ৯৮৩০১৭৭০০০ এই নম্বরে।

POST A COMMENT
Advertisement