Durga Puja Special Train: পুজোর ছুটিতে বাড়ি ফিরবেন, কোন কোন স্পেশাল ট্রেন ধরবেন দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুতে কর্মরতরা?

কর্মসূত্রে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে থাকেন অনেকেই। পুজোর ক'টা দিন পরিবারের সঙ্গে কাটাতে বাড়ি ফিরবেন শীঘ্রই। কোন কোন স্পেশাল ট্রেন ধরতে হবে কলকাতায় ফিরতে? রইল বিস্তারিত তালিকা...

Advertisement
 পুজোর ছুটিতে বাড়ি ফিরবেন, কোন কোন স্পেশাল ট্রেন ধরবেন দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুতে কর্মরতরা? দুর্গাপুজো স্পেশাল ট্রেন
হাইলাইটস
  • দিল্লি থেকে কলকাতায় ফেরার জন্য পুজোয় কোন ট্রেন ধরবেন
  • মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে কোন কোন স্পেশাল ট্রেন রয়েছে
  • দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল ট্রেনের তালিকা দেখুন

ভিন রাজ্যের আকাশেও উঁকি মারছে শরতের মেঘ। অফিসের ডেস্কে বসে কাজ করতে করতে মন পড়ে রয়েছে বঙ্গে। পুজোর ছুটির অপেক্ষায় সকলে। আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাড়ি ফেরার পালা। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু সহ একাধিক শহর থেকে বছরের এই সময়টা রাজ্যে ফেরেন সকলে। আর সে কথা মাথায় রেখেই একগুচ্ছ উৎসব স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল। 

হাওড়া থেকে নয়াদিল্লি পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল। ০৪৪৫২ নয়া দিল্লি-হাওড়া-নয়া দিল্লি ট্রেনটি শনিবার থেকে শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়াদিল্লি স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। পরের দিন ভোর ৪টে ১০ মিনিটে প্রয়াগরাজ, বারাণসী, পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় হয়ে রাত সাড়ে ৯টার সময় হাওড়ায় পৌঁছবে। ০৪৪৫১ পুজো স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করবে। এই ট্রেন পরিষেবা মিলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।  ট্রেনটি রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে এবং পরের দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রয়াগরাজ জংশন পৌঁছবে। সেখান থেকে রওনা হয়ে ভোর ৪টে ১০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে। 

২১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ১৫০টি পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল। এই ট্রেনগুলি মোট ২ হাজার ২৪টি ট্রিপ করবে। 

হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ, বিজয়ওয়াড়া স্টেশন থেকে চলবে সর্বাধিক ট্রেন। সংখ্যাটি ৪৮। যেগুলি মোট ৬৮৪টি ট্রিপ করবে। বিহারের পটনা, গয়া, দারভাঙা এবং মুজফ্ফরপুর সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকেও ১৪টি ট্রেন চলবে। মোট ট্রিপ হবে ৫৮৮টি। 

মুম্বই, সুরাট, ভদোদরা থেকে মোট ২৪টি ট্রেন চালাবে পশ্চিম রেলওয়ে। মোট ট্রিপ হবে ২০৪টি। 

দক্ষিণ রেলওয়ে চেন্নাই, কোয়েম্বাটুর ও মাদুরাই থেকে ১০টি স্পেশাল ট্রেন চলবে পুজোর সময়ে। ট্রিপ হবে ৬৬টি। 

এছাড়াও ভুবনেশ্বর, পুরী ও সম্বলপুর থেকেও পুজো স্পেশাল ট্রেল ছাড়বে। দক্ষিণ পূর্ব রেলওয়ে ট্রেন চালাবে রাঁচি ও টাটানগর থেকে। উত্তর মধ্য রেলওয়ে প্রয়াগরাজ ও কানপুর থেকে ট্রেন চালাবে। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে বিলাসপুর ও রায়পুর এবং পশ্চিম মধ্য রেলওয়ে ভোপাল ও কোটা থেকে স্পেশাল ট্রেন চলবে।

Advertisement

পুজোয় বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার জন্য রয়েছে হামসফর এক্সপ্রেস, অঙ্গ এক্সপ্রেস, মুজফফপুর এক্সপ্রেস।  

 

POST A COMMENT
Advertisement