scorecardresearch
 

Aadhaar Card হারিয়ে বা ছিঁড়ে গেছে? এইভাবে নতুন কার্ড পেয়ে যান ৫ মিনিটে

অনেক সময় আধার কার্ড হারিয়ে গেলে চিন্তায় পড়ে যান মানুষ। বর্তমানে কোভিড ফের বৃদ্ধি পাওয়ায় অনেকেই Aadhaar Sewa Kendra যেতে ভয় পাচ্ছেন। তবে এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ আধার কার্ড খুবই সহজে ঘরে বসে ডাউনলোড করা যায়। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আধার কার্ড হারিয়ে গেলে চিন্তা নেই
  • সহজেই করতে পারবেন ডাউনলোড
  • ই-আধার কার্ড সর্বত্র বৈধ

দেশবাসীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র তথা নথি হল আধার কার্ড (Aadhaar Card)। সিম কার্ড নেওয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা সরকারি পরিষেবা নেওয়া, সবক্ষেত্রেই এর প্রয়োজন পরে। এছাড়ও রান্নার গ্যাসে ভর্তুকি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিতে গেলেও আধারের প্রয়োজন। সেক্ষেত্রে অনেক সময় আধার কার্ড হারিয়ে গেলে চিন্তায় পড়ে যান মানুষ। বর্তমানে কোভিড ফের বৃদ্ধি পাওয়ায় অনেকেই Aadhaar Sewa Kendra যেতে ভয় পাচ্ছেন। তবে এই নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ আধার কার্ড খুবই সহজে ঘরে বসে ডাউনলোড করা যায়। 

UIDAI দেয় Aadhaar Download করার সুযোগ
ইউনিক আইডেন্টিফিকেশান অফরিটি অফ ইন্ডিয়া বা UIDAI আধার কার্ড ইস্যু করে এবং সেটিকে অনলাইন ডাউনলোড করা সুবিধাও দেয়। এর জন্য শুধুমাত্র নিজের মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক থাকা প্রয়োজন। 

কীভাবে করলেন আধার ডাউনলোড?
১. নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেক্সটপ থেকে https://uidai.gov.in/ ওপেন করুন
২. সেখানে একদম বাম দিকে 'My Aadhaar'অপশান পাবেন
৩. মাউসের কারসারটি সেখানে নিয়ে যান এবং ড্রপ ডাউন লিস্টে 'Get Aadhaar'সেকশানে  'Download Aadhaar'-এ ক্লিক করুন
৪. এরপর ওয়েবসাইট আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। তার জন্য পপ আপ হওয়া ওকে তে ক্লিক করুন। 
৫. এরপর সামনে আসা পেজে 'Download Aadhaar'-এ ক্লিক করুন। 
৬. তারপর  Aadhaar No বা Enrollment Id বা VID-র মধ্যে যেকোনও একটি অপশান সিলেক্ট করুন।
৭. এবার আধার নম্বরের পর ক্যাপচা কোড দিয়ে 'Send OTP'-তে ক্লিক করুন।
৮. ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনি আধার ডাউনলোড করতে পারবেন। 

ডাউনলোড করা E-Aadhaar-ও ফিজিক্যাল আধার কার্ডের মতোই বৈধ। যেকোনও প্রয়োজনে এর ব্যবহার করা যাবে। পাশাপাশি UIDAI ওয়েবসাইট থেকেই আপনি PVC Card-এর জন্যও আবেদন করতে পারবেন। 

Advertisement

 

Advertisement