Indian Railways: রেল স্টেশনে দোকান খুলবেন? ৫০০ টাকায় আবেদন করা যাবে

১১৩টি 'এক স্টেশন এক পণ্য'-র দোকান খুলতে আহ্বান করল রেল, ৫০০ টাকায় করা যাবে আবেদন। কী ভাবে আবেদন করবেন? রেজিস্ট্রেশন ফি কত লাগবে? জেনে নেওয়া যাক

Advertisement
রেল স্টেশনে দোকান খুলবেন? ৫০০ টাকায় আবেদন করা যাবে'এক স্টেশন এক পণ্য'-র দোকান
হাইলাইটস
  • 'এক স্টেশন এক পণ্য' নিয়ে বড় আপডেট দিল পূর্ব রেলওয়ে।
  • ১১৩টি স্টলের জন্য আবেদন পত্র আহ্বান করল রেল।
  • কতদিনের জন্য লিজ দেওয়া হবে? জেনে নিন

রেলের 'এক স্টেশন এক পণ্য' নিয়ে বড় আপডেট দিল পূর্ব রেলওয়ে। হাওড়া ডিভিশনের ১০৫টি স্টেশনে ১১৩টি স্টলের জন্য আবেদনপত্র আহ্বান করল রেল। দেশজ পণ্য নিয়ে কাজ করেন এমন ব্যক্তি, স্বনির্ভর গোষ্ঠী, সমাজের প্রান্তিক অথবা দুর্বল শ্রেণির মানুষেরা এই স্টলের জন্য আবেদন করতে পারেন। 

কতদিনের জন্য লিজ দেওয়া হবে?

এক স্টেশন এক পণ্য স্টলগুলির ক্ষেত্রে লিজের সময়কাল থাকে ১৫ দিন থেকে ৯০ দিন। অবশ্যই এই তালিকায় হাওড়া স্টেশনের স্টল নেই।

কোন কোন স্টেশনে এক স্টেশন এক পণ্য-এর স্টল খোলা যাবে?

বোলপুর শান্তিনিকেতন, মেমারি ও বর্ধমান স্টেশনে ৩ টি করে এবাং রামপুরহাট ও জৌগ্রাম স্টেশনে ২টি করে  এক স্টেশন এক পণ্য-এর স্টল লিজ দেওয়া হচ্ছে। এছাড়াও, হাওড়া ডিভিশনের বাকি ১০০টি স্টেশন অর্থাৎ আদিসপ্তগ্রাম, অগ্রদ্বীপ, আহমদপুর, অম্বিকা কালনা, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, আজিমগঞ্জ সিটি, বাঘনাপাড়া, বাহিরখণ্ড, বৈদ্যবাটি, বৈঁচি, বৈঁচিগ্রাম, বলাগড়, বলরামবাটী, বলগোনা, বালি, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, বারুইপাড়া, বাজারসৌ, বেগমপুর, বেহুলা, বেলানগর, বেলেরহাট, বেলমুড়ি, বেলুড়, ভদ্রেশ্বর, ভাণ্ডারটিকুরি, ভেদিয়া, বিষ্ণুপ্রিয়া, চন্দননগর, চন্দনপুর, চুঁচুড়া, দাঁইহাট, ডানকুনি, দেবীপুর, দিয়াড়া, গঙ্গাটিকুরী, গরিফা, গোবরা, গুপ্তিপাড়া, গুড়াপ, গুসকরা, হরিপাল, হাজিগড়, হিন্দমোটর, হুগলী, হুগলী ঘাট, জনাই রোড, জিরাট, কৈকালা, কামারকুণ্ডু, কাটোয়া, খাগড়াঘাট রোড, খামারগাছী, খানা, খন্যান, কোন্নগর, কুস্তিঘাট, লক্ষ্মীপুর, লিলুয়া, লোকনাথ, মধুসূদনপুর, মল্লারপুর, মানকুণ্ডু, মসাগ্রাম, মায়াপুর, মির্জাপুর বাঁকিপুর, মগরা, নবদ্বীপ ধাম, নবগ্রাম, নলহাটি, নালিকুল, নসিবপুর, পাকুড়, পাল্লারোড, পালসিট, পান্ডুয়া, পাটুলি, পোড়াবাজার, প্রান্তিক, পূর্বস্থলী, রাজগ্রাম, রসুলপুর, রিয়ড়া, সাঁইথিয়া, শক্তিগড়, সালার, সমুদ্রগড়, শেওড়াফুলি জংশন, শিবাইচণ্ডী, সিমলাগড়, সিঙ্গুর, সোমড়া বাজার, শ্রীরামপুর, তালাড্ডু, তালিত, তারকেশ্বর, ত্রিবেণী ও উত্তরপাড়া স্টেশনে একটি করে দোকান স্টল খোলার আহ্বান জানানো হয়েছে।

কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে?

গুসকরা, আহমেদপুর, ভেদিয়া, খানা, তালিত, প্রান্তিক, পাকুড়, মল্লারপুর, নলহাটি, রাজগ্রাম, সাঁইথিয়া, আজিমগঞ্জ সিটি, আজিমগঞ্জ জংশন, বাজারসৌ, গঙ্গাটিকুরী, খাগড়াঘাট রোড এবং সালার স্টেশনে স্টলের ক্ষেত্রে ১৫ দিনের জন্য লিজ নেওয়া হলে চার্জ দিতে হবে ৫০০ টাকা (জিএসটি সহ)। বাকি স্টেশনগুলির ক্ষেত্রে ১৫ দিনের জন্য লিজ নেওয়া হলে ১০০০ টাকা (GST সহ)দিতে হবে।  

Advertisement

রেল কী কী সুবিধা দেবে?

স্টল বা আউটলেটের ব্যবস্থা রেলওয়ে করে দেবে। প্রতিটি 'এক স্টেশন এক পণ্য' আউটলেটে ১৫ দিনের একটি পর্যায়ে সর্বাধিক ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সুবিধা রেজিস্ট্রেশন চার্জের মধ্যেই ধরা থাকবে। ১৫ দিনের বেশি সময়সীমার জন্য আনুপাতিক ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হবে। 

কারা কারা আবেদন করতে পারবে?

  • (১) ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্র্যাফ্টস, ডেভেলপমেন্ট কমিশনার- হ্যান্ডলুম অথবা রাজ্য/কেন্দ্রীয় সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া কারিগর/তাঁতির পরিচয়পত্র। 
  • (২) ট্রাইব্যাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ট্রাইফেড)/ ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএইচডিসি)/ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (কেভিআইসি) ইত্যাদিতে তালিকাভুক্ত/রেজিস্ট্রেশন করা ব্যক্তি কারিগর/তাঁতি/কারুশিল্পী। 
  • (৩) পিএমইজিপি (প্রাইম মিনিস্টার'স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম)-এ নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীসমূহ। 
  • (৪) সমাজের প্রান্তিক অথবা দুর্বলতর শ্রেণি। 
  • (৫) NGO এবং MSME মন্ত্রকের উদ্যম পোর্টালে রেজিস্টার থাকা অতিক্ষুদ্র সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি কারিগর/তাঁতি/হস্তশিল্পী। 
  • (৬) সমাজসেবামূলক সংস্থা, রাজ্য সরকারের সংস্থা ইত্যাদিতে যুক্ত ব্যক্তি/কারিগরি/ তাঁতি।

রেলের তরফে জানানো হয়েছে, সংস্থার লেটারহেড-এ অথবা সাদা কাগজে লেখা আবেদন প্রয়োজনীয় নথি মুখবন্ধ খামে ভরে আবেদনকারীকে পূর্ব রেলওয়ে, হাওড়া, নিউ ডিভিসনাল রেলওয়ে ম্যানেজারকে উল্লেখ করে আবেদনপত্র লিখতে হবে। এই মুখবন্ধ খাম স্টেশনের স্টেশন ম্যানেজার-এর অফিসের বাইরে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। এবিষয়ে আরও তথ্য স্টেশন ম্যানেজারের কাছে পাওয়া যেতে পারে।

POST A COMMENT
Advertisement