ট্রেনের নয়া সময়সূচি প্রকাশ করল পূর্ব রেল। রেলের এই নয়া সময়সূচি অনুযায়ী, বেশ কয়েকটি নয়া ট্রেন চালু হচ্ছে ১ অক্টোবর অর্থার আজ থেকে। তাছাড়া বহু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেসের সময়সূচি বদলে যাচ্ছে। বদল আনা হয়েছে দূরপাল্লার ৭০ টি ট্রেনের সময়সূচীতে। একনজরে দেখে নিন এই বদলগুলি-
প্রসঙ্গত পূর্ব রেলের নতুন যে সময়সূচী প্রকাশ করা হয়েছে তা রবিবার ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। বেশ কিছু নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে শহরতলীর মধ্যে এবং কয়েকটি ট্রেনকে নিয়মিত করা হচ্ছে। এর পাশাপাশি চক্ররেলের কয়েকটি ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি দূরপাল্লার যে সকল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে সেগুলির যাত্রা পথের সময় কমেছে ৫ মিনিট থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত।
পূর্ব রেলের তরফে জানান হয়েছে, দূরপাল্লার অন্তত ৭০ ট্রেনের সময় বদলাচ্ছে। দূরপাল্লার একাধিক ট্রেনের গতিও বাড়তে চলেছে। বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় এই বদল বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। যে সকল দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের সময় কমেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই সকল ট্রেনের মধ্যে কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটির যাত্রা পথের সময় কমেছে ৭৫ মিনিট। আগে এই ট্রেনটি কলকাতা থেকে সন্ধ্যা সাতটায় ছাড়তো এবং মালদা টাউন পৌঁছাতো ভোর ৩টে ৩৫ মিনিটে। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সন্ধ্যা ৭:৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে এবং মালদা টাউন পৌঁছাবে রাত ২:৪০ মিনিটে।
অন্যদিকে এবার থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস দুপুর ২ টো ৪৫ মিনিটের বদলে বিকেল ৩টেয় শিয়ালদা থেকে ছাড়বে। পূর্ব নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছবে ট্রেনটি। নতুন সূচিতে যাত্রীরা ১৫ মিনিট বেশি পাবেন। শুক্রবারই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী নয়া সমসূচি প্রকাশ করেছিলেন আনুষ্ঠানিক ভাবে। আর আজ, রবিবার থেকে সেই নয়া সময়সূচি কার্যকর হচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদহ-লালগোলা, হাজারদুয়ারি, মিথিলাঞ্চল, গোরক্ষপুর, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেলেরও সফরের সময় কমছে। নতুন সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ভোরে কলকাতায় পৌঁছনো একাধিক ট্রেন আগের সময়ের তুলনায় বেশ কিছু আগেই শিয়ালদা স্টেশনে পৌঁছবে। গতি বাড়ছে পূর্ব রেলের একাধিক মেমু ট্রেনেরও। তবে সময়সূচিতে বড় পরিবর্তন হয়েছে হাটেবাজারে এক্সপ্রেস, ভাগলপুর-কলকাতা, কলকাতা-রাধিকাপুর এবং শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেসের ক্ষেত্রে। রেলের দাবি, এর ফলে যাত্রীরা হাতে বাড়তি সময় পাবেন। ট্রেনের সময়সূচিতে এমন পরিবর্তন আনার কারণ হিসেবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিভিন্ন রুট রয়েছে যেগুলিতে তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হয়ে যাওয়ার ফলে সেই সকল লাইনের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এসবের কারণে একাধিক ট্রেনের গতি বৃদ্ধি করে যাত্রাপথের সময় কমানো হয়েছে।