এবার হাওড়া থেকে ট্রেনে সোজা কামারপুকুর, কবে থেকে? আপডেট রেলের

আসলে ২০২৬ সালের মার্চ নাগাদ গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল রেলের। কিন্তু ভাবাদিঘিতে সমস্যার জন্য সেই কাজে দেরি হল।

Advertisement
এবার হাওড়া থেকে ট্রেনে সোজা কামারপুকুর, কবে থেকে? আপডেট রেলেররেলের মানচিত্রে জুড়ে যাচ্ছে কামারপুকুর
হাইলাইটস
  • শীঘ্রই রেলের মানচিত্রে আত্মপ্রকাশ করতে চলেছে কামারপুকুর, জয়রামবাটি।
  • মার্চ নাগাদ গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল রেলের।
  • ভাবাদিঘির এলাকা ছাড়া, বাকি জায়গায় কাজ অনেক এগিয়ে গিয়েছে।

তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পে সুখবর শোনাল পূর্ব রেল। গত কয়েক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। শীঘ্রই রেলের মানচিত্রে আত্মপ্রকাশ করতে চলেছে কামারপুকুর, জয়রামবাটি। আসলে ২০২৬ সালের মার্চ নাগাদ গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল রেলের। কিন্তু ভাবাদিঘিতে সমস্যার জন্য সেই কাজে দেরি হল। পূর্ব রেলের মুখ্য প্রশাসনিক অফিসার মনোজ খাঁ জানিয়েছেন, মে-জুন মাসের মধ্যেই ঠাকুরের দোরগোড়ায় রেল লাইন পৌঁছে দেওয়া যাবে। 

তিনি জানিয়েছেন, ভাবাদিঘির এলাকা ছাড়া, বাকি জায়গায় কাজ অনেক এগিয়ে গিয়েছে। অন্যদিকে ভাবাদিঘির উপর রেলব্রিজ তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাজ শুরু করে দেওয়া হয়েছে। এখানে রেল লাইন বসালে পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয়, সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মনোজ খাঁ।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত প্রায় ৮৩ কিমি রেললাইন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। গোঘাট থেকে ভাবাদিঘি পর্যন্ত লাইন পাতার কাজ সামান্য বাকি আছে। ভাবাদিঘিতে মাত্র ২৫০ মিটার রেললাইন তৈরির কাজ আটকে রয়েছে। 

অন্যদিকে, বর্তমানে যে পুণ্যার্থীরা কামারপুকুর পর্যন্ত যাচ্ছেন তাঁদের গোঘাটে নেমে গাড়ি করে মন্দির পর্যন্ত আসতে হচ্ছে। কারণ, বর্তমানে হাওড়া থেকে আরামবাগ ও গোঘাট পর্যন্ত ট্রেন চলছে। সম্প্রতি গোঘাট রুটে ট্রেনও বাড়িয়েছে পূর্ব রেল। এরপর গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে হাজার সমস্যা কমবে যাত্রীদের।

আপাতত অক্টোবর নাগাদ কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ার পরেও চলবে এই প্রকল্পের কাজ। পরবর্তী সময়ে এই লাইন ধরেই বিষ্ণুপুর পৌঁছবে লোকাল বা EMU ট্রেন। এমনকী চাহিদা বুঝে চালানো হতে পারে এক্সপ্রেসও।


 
POST A COMMENT
Advertisement