scorecardresearch
 

ED Raid: দমদম থেকে আসানসোল, ব্যাপক হানা চলছে ED-র

সকাল থেকে রাজ্যের একগুচ্ছ জায়গায় ইডির হানা। শহর থেকে জেলায় জেলায় ইডি তল্লাশি চালাচ্ছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর রাজ্যে পরপর দু'টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হানার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়ার বেলুড়ে পরপর দু'টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে।

Advertisement
ইডির হানা ইডির হানা

সকাল থেকে রাজ্যের একগুচ্ছ জায়গায় ইডির হানা। শহর থেকে জেলায় জেলায় ইডি তল্লাশি চালাচ্ছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর রাজ্যে পরপর দু'টি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হানার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়ার বেলুড়ে পরপর দু'টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সকালে হাওড়ার বেলুড়ের ৪০ নম্বর জয় বিবি রোডে একটি প্লাসটিক কারখানায় হানা দেয় ইডি। ওই প্লাস্টিক কারখানার মালিকের নাম অজয় পোদ্দার। 

তল্লাশি চলাকালীন কারাখানা চত্বর ঘিরে রাখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেলুড়ের আরেকটি জায়গাতেও মঙ্গলবার সকালে ইডির রেড হয়। ৯০ গিরিশ ঘোষ রোডে রাসমণি অ্যাপার্টমেন্ট নামে ওই আবাসনে তল্লাশি চালায় ইডি। এই আবাসনে থাকেন কৈলাস সরফ। জানা গিয়েছে, তিনি কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখার কাছে কাজ করেন।

সূত্রের খবর, আসানসোলে সঞ্জয় সুরেখার যে কয়লার ব্যবসা রয়েছে সেখানেও তাঁর কর্মচারী কৈলাস সরফের বাড়িতেও চলে ইডি র হানা। কয়লা নিয়ে কোনও দুর্নীতির কারণেই এই হানা বলে অভিযোগ করছেন এলাকাবাসী। 

আরও পড়ুন

অন্যদিকে ৪০ নম্বর জয় বিবি রোডে যে প্লাস্টিক কারখানা আছে সেখানেও চলছে ইডি র হানা। সূত্রের খবর, প্লাস্টিক কারখানার মালিক অজয় পোদ্দার নাকি প্রায় ৬০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করেছেন ঝাড়খণ্ড থেকে। তিনি বাড়িতে না থাকায় দমদম গোরাবাজার এলাকা থেকে বেরিয়ে যায় ইডির গাড়ি। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আজ 'অ্যাক্টিভ' ইডি অফিসাররা। দমদম গোরাবাজার এলাকায় ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ইডি তল্লাশি চালায় সঞ্জয় গুপ্তার বাড়িতে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
 

TAGS:
Advertisement