৭ কোটি ইপিএফও (EPFO) সদস্যদের জন্য বড় খবর। চলতি ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কর্মচারী ভবিষ্যনিধি তহবিল (EPF)-এর সুদের টাকা ইতিমধ্যেই সদস্যদের অ্যাকাউন্টে জমা পড়েছে। EPFO সূত্র জানাচ্ছে, ৯৯.৯ শতাংশ প্রতিষ্ঠান এবং ৯৬.৫১ শতাংশ পিএফ অ্যাকাউন্টের বার্ষিক হিসাব হালনাগাদ হয়েছে। এই সপ্তাহেই বাকি অ্যাকাউন্টগুলোতেও টাকা পাঠিয়ে দেওয়া হবে।
গত বছরের তুলনায় দ্রুত প্রক্রিয়া
গত বছর সুদের টাকা জমা দিতে ডিসেম্বর পর্যন্ত সময় লেগেছিল। কিন্তু এবার অর্থ মন্ত্রকের অনুমোদনের পর মাত্র দু’মাসের মধ্যে সুদ জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২২ মে সুদের হারকে অনুমোদন দেয় অর্থমন্ত্রক। তার আগেই, ফেব্রুয়ারির ২৮ তারিখ ৮.২৫% সুদের ঘোষণা করেছিল ইপিএফও। এই হারে প্রায় ৪,০০০ কোটি টাকা সদস্যদের অ্যাকাউন্টে জমা হয়েছে।
কীভাবে জানবেন আপনার PF অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে কি না?
১. মিসড কলের মাধ্যমে:
EPFO-তে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিন। অল্প সময়েই SMS-এর মাধ্যমে ব্যালেন্স জানতে পারবেন।
২. SMS-এর মাধ্যমে:
আপনার মোবাইল থেকে লিখুন EPFOHO UAN ENG এবং পাঠিয়ে দিন 7738299899 নম্বরে।
৩. অনলাইন পদ্ধতি:
ওয়েবসাইট: https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login
UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ক্যাপচা পূরণ করে আপনার PF নম্বর নির্বাচন করুন।
এরপর আপনি আপনার পাসবুক ও জমা হওয়া সুদের পরিমাণ দেখতে পারবেন।
৪. UMANG অ্যাপ:
আপনি Umang অ্যাপ ব্যবহার করেও সহজেই PF ব্যালেন্স চেক করতে পারেন।