EPF New Interest Rate Update: PF-এ সুদের হার বাড়ল? নয়া সিদ্ধান্ত জানাল EPFO

২০২৪-২৫ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)-এর সুদের হার অপরিবর্তিতই রাখল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সূত্রের খবর, রেট আগের মতোই ৮.২৫ শতাংশ থাকছে।

Advertisement
PF-এ সুদের হার বাড়ল? নয়া সিদ্ধান্ত জানাল EPFOEPFO নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হল।

২০২৪-২৫ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)-এর সুদের হার অপরিবর্তিতই রাখল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সূত্রের খবর, রেট আগের মতোই ৮.২৫ শতাংশ থাকছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে EPFO ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সুদের হার সামান্য বাড়িয়ে ৮.২৫ শতাংশ করেছিল। ২০২২-২৩ সালে এই হার ছিল ৮.১৫ শতাংশ।

তবে ২০২১-২২ অর্থবর্ষে ইন্টারেস্ট আরও কম ছিল। সেই সময় এটি মাত্র ৮.১ শতাংশ ছিল। সেটিই ছিল গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২০-২১ সালে EPFO-তে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। ১৯৭৭-৭৮ সালে সুদের হার ছিল ৮ শতাংশ। সেই তখন থেকে এত কম সুদ আর কখনও হয়নি। 

সংবাদসংস্থা PTI-এর রিপোর্টে, এক সূত্র জানিয়েছে, 'EPFO-র সেন্ট্রাল ট্রাস্টি বোর্ড (CBT) ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার ৮.২৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে।' এখন এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে।

অর্থ মন্ত্রকের অনুমোদন মিললেই এই নতুন সুদের হার EPFO-র সাত কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। তবে সরকারের অনুমোদন ছাড়া সুদের হার কার্যকর হয় না।

২০২০ সালের মার্চে EPFO ২০১৯-২০ অর্থবর্ষে সুদের হার ৮.৫ শতাংশে নামিয়ে আনে, যা ২০১৮-১৯ সালে ছিল ৮.৬৫ শতাংশ। তার আগে ২০১৬-১৭ সালেও সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ, ২০১৭-১৮ সালে ছিল ৮.৫৫ শতাংশ, এবং ২০১৫-১৬ সালে ছিল ৮.৮ শতাংশ।

২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ। ২০১২-১৩ সালে ছিল ৮.৫ শতাংশ। ২০১১-১২ সালে সুদের হার ছিল ৮.২৫ শতাংশ।

POST A COMMENT
Advertisement