scorecardresearch
 

এই কাজ না সারলে 'বন্ধ' হয়ে যাবে PF অ্যাকাউন্ট, ৩০ নভেম্বর শেষ দিন

EPFO আগেই UAN-Aadhaar Link করানোর সময়সীমা বাড়িয়েছে। প্রথমে সময়সীমা ছিল ৩১ অগাস্ট পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। তাই এই সময়সীমা আর বাড়ানোর কোনও সম্ভাবনা নেই। যাঁরা এই লিঙ্ক এখনও করেননি, তাঁদের হাতে আর মাত্র ২ দিন সময় আছে। যাঁরা এটা করাবেন না তাঁদের পিএফ অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি অন্যান্য সমস্যাও হতে পারে। 

Advertisement
EPFO EPFO
হাইলাইটস
  • UAN-Aadhaar Link বাধ্যতামূলক
  • 30 নভেম্বর শেষ তারিখ
  • সমস্যা হতে পারে বীমাতেও

UAN-কে আধারের সঙ্গে লিঙ্ক করানো বাধ্যতামূলক করেছে EPFO। আর এর সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। আর যাঁরা তার আগে UAN-Aadhaar Link করাবেন না তাঁদের PF Account বন্ধ হয়ে যাবে। 

সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নেই
EPFO আগেই UAN-Aadhaar Link করানোর সময়সীমা বাড়িয়েছে। প্রথমে সময়সীমা ছিল ৩১ অগাস্ট পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। তাই এই সময়সীমা আর বাড়ানোর কোনও সম্ভাবনা নেই। যাঁরা এই লিঙ্ক এখনও করেননি, তাঁদের হাতে আর মাত্র ২ দিন সময় আছে। যাঁরা এটা করাবেন না তাঁদের পিএফ অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি অন্যান্য সমস্যাও হতে পারে। 

ইপিএফও আগেই জানিয়েছিল যে যাঁরা এই সময়ের মধ্যে UAN-Aadhaar Link করাবেন না তাঁদের অ্যাকাউন্টে আর পিএফ জমা হবে না। এমনকী সেইসমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা টাকা তুলতেও পারবেন না। কোভিড পরিস্থিতিতে পিএফ অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তোলার যে সুবিধা কিছুদিন আগে দেওয়া হয়েছিল, সেটিও পাবেন না তাঁরা। 

যাঁরা এই সময়ের মধ্যে UAN-Aadhaar Link করাবেন না তাঁদের বীমা সংক্রান্ত সমস্যাও হতে পারে। কারণ ইপিএফও Employees Deposit Linked Insurance (EDLI)-র জন্যও UAN-Aadhaar Link বাধ্যতামূলক করেছে। তাই লিঙ্ক না হলে প্রিমিয়াম জমা পড়বে না, ফলে ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা থেকেও বঞ্চিত হবেন কর্মচারীরা।

 

Advertisement