SIP না Lumpsumএখন কম বয়স থেকেই অনেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। আর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার দু'টি প্রধান রাস্তা রয়েছে। প্রথমত হল SIP, দ্বিতীয়ত হল Lumpsump। এক্ষেত্রে SIP হল মাসে মাসে বিনিয়োগ। অন্যদিনে Lumpsump হল একবারে অনেকটা টাকা বিনিয়োগ।
প্রশ্ন হল, SIP না Lumpsump, কোনটা করলে মিলবে বেশি রিটার্ন? সেই উত্তরটা দিলেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং Manasi Research Foundation-এর চেয়ারম্যান মানসকুমার ঠাকুর।
SIP কী?
SIP এর পুরো কথা হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানের মাধ্যমে একজন ব্যক্তি প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা স্টক মার্কেটে জমাতে থাকেন। এটাই হল সহজ ভাষায় SIP।
Lumpsump কী?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অন্যতম রাস্তা Lumpsump। এটির মাধ্যমে অনেকটা টাকা একবারে বিনিয়োগ করে দেওয়া হয়। নিয়মিত ইনভেস্ট করা হয় না। এটাই হল SIP এবং Lumpsump-এর মধ্যে মূল তফাত বলে জানালেন মানসবাবু।
SIP না Lumpsump, কোনটা করলে মিলবে বেশি রিটার্ন?
এই প্রশ্নের উত্তরে মানসবাবু বললেন, 'যে কোনও অর্থে Lumpsump এর তুলনায় SIP ভাল। SIP করলে প্রতিমাসে বিনিয়োগ করা হয়। যার ফলে মার্কেট উপরে থাকুক আর নীচে থাকুক, ইনভেস্টমেন্ট চলতে থাকে। সেই কারণে রিটার্ন মেলে বেশি। অপরদিকে কোনও ব্যক্তি যদি না বুঝে একবারে অনেকটা টাকা মার্কেট উপরে থাকার সময় Lumpsump বিনিয়োগ করে দেন, তাতে বিপদের আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে খুব একটা রিটার্ন না মিলতে পারে। তাই Lumpsump করার সময় সতর্ক থাকতে হবে।'
এছাড়া SIP করলে সেভিংসের একটা অভ্যাস তৈরি হয়। আর সেই অভ্যাসই ভবিষ্যতে নিরাপত্তা দেয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তাই SIP করার পক্ষেই মত দিলেন তিনি।
Lumpsump ও চলতে পারে
অনেক ক্ষেত্রেই হাতে হুট করে টাকা আসে। ধরুন কোম্পানির বোনাস পেলেন বা কোনও খাত থেকে টাকা পেলেন, এমন পরিস্থিতিতে Lumpsump করতে পারেন। তাহলে টাকাটা ইনভেস্ট হয়ে থাকবে। ফালতু খরচ হবে না।
যদিও এমন পরিস্থিতিতে Lumpsump করার আগেও আপনাকে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তিনি যদি বলেন এটা সঠিক সময়, তাহলেই ইনভেস্ট করতে বললেন মানসবাবু।
পরিশেষে বলি, এই নিবন্ধ পড়ে কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। বরং নিজে রিসার্চ করুন বা বিশেষজ্ঞদের নিন পরামর্শ। তাহলেই সঠিকভাবে ইনভেস্ট করতে পারবেন।