মাত্র ২৪ টাকায় ITR ফাইল করুন, দুর্দান্ত অফার দিচ্ছে Jio App

জিও নিয়ে এল গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার। এবার মাত্র ২৪ টাকা দিয়ে জিও অ্যাপের মাধ্যমেই ITR ফাইল করতে পারবেন আয়কর দাতারা। জানুন কীভাবে।

Advertisement
মাত্র ২৪ টাকায় ITR ফাইল করুন, দুর্দান্ত অফার দিচ্ছে Jio App
হাইলাইটস
  • জিও অ্যাপের মাধ্যমে ফাইল করুন ITR
  • খরচ মাত্র ২৪ টাকা
  • মিলবে বিশেষজ্ঞদের পরামর্শও

ট্যাক্স ফাইল করা সমস্যাদায়ক এবং এর জন্য অনেকটা ট্যাঁকের কড়ি খরচ হবে ভেবে থাকলে, আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। Jio-র তরফ থেকে একটি বিশেষ পরিষেবা চালু করা হল। এর মাধ্যমে আয়কর দাতাদের ট্যাক্স ফাইল করা অনেকটাই সুবিধাজনক হবে। আর্থিক বছরের প্ল্যানিকও সহজ হবে। 

Jio Finance App ট্যাক্স ফাইলিং এবং ট্যাক্স ম্যানেজমেন্ট ফিচার সমৃদ্ধ একটি নয়া মডিউল লঞ্চ করেছে। এর সাহায্যে সহজেই ITR ফাইল করা সম্ভব হবে। 

Jio Finance App ট্যাক্স ফাইলিং সহজতর করে দিয়েছে। এর জন্য ২৪ টাকা থেকে সার্ভিস চার্জ শুরু হচ্ছে। 

Jio Finance App-এর এই নয়া ফিচার ট্যাক্সবডির সঙ্গে পার্টনারশিপের সময়ে ডেভেলপ করা হয়েছে। অনলাইনে কর জমা করা এবং পরামর্শ পাওয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া সুবিধাজনক। 

Jio Finance App-এর এই পরিষেবার মধ্যে দু'টি প্রধান ফিচার রয়েছে। ট্যাক্স প্ল্যানার এবং ট্যাক্স ফাইলিং নামে এই দুই ফিচার রয়েছে অ্যাপটিতে। আয়কর জমা করার ক্ষেত্রে পুরনো এবং নতুন ট্যাক্স স্ল্যাবের মধ্যে বিভ্রান্তি দূর করার জন্যও এই অ্যাপের পরিষেবা রয়েছে। আয়করদের 80C এবং 80D অনুযায়ী করের হিসেব-নিকেশ করা এবং ট্যাক্স সেভিংস নিয়েও পরামর্শ দেয় এই অ্যাপের পরিষেবা। 

ট্যাক্স প্ল্যানারের সাহায্যে ভবিষ্যতে কর জমা করার পরিমাণের অনুমান এবং করের পরিমাণ কমানো যায়। অ্যাপের মডিউলের সাহায্যে আয়কর দাতারা ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে ২টি অপশন পাবেন। গ্রাহকরা ২৪ টাকায় দিয়ে এই পরষেবা পাবেন। দ্বিতীয় অপশনের মাধ্যমে আয়কর দাতারা বিশেষজ্ঞদের পরামর্শ পেতে পারেন। সেই অনুযায়ী, আয়কর জমা দিতে পারেন বা অন্য কোনও পরিষেবাও পেতে পারেন। সেক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে ৯৯৯ টাকা। 

Jio Finance App-এ সাহায্যে গ্রাহকরা ITR ফাইল করার পর রিটার্ন স্টেটাসও চেক করতে পারবেন। রিফান্ড এবং অন্যান্য বিষেয়গুলিও ট্র্যাক করা যাবে এই অ্যাপের সাহায্যে। 
 

 

POST A COMMENT
Advertisement