Fixed Deposit: এখন কোথায় কত সুদ? SBI থেকে Axis রইল সরকারি, বেসরকারি ব্যাঙ্কের লিস্ট

রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রাখার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ফলে আপাতত বাজারে ঋণ ও আমানতের সুদের হারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের নজর টার্ম ডিপোডিট বা ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হারের দিকে।

Advertisement
ফিক্সড ডিপোজিটে কোথায় কত সুদ? SBI থেকে Axis রইল সরকারি, বেসরকারি ব্যাঙ্কের লিস্টফিক্সড ডিপোজিটে সুদের আপডেট দেখে নিন।
হাইলাইটস
  • রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রাখার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
  • ফলে আপাতত বাজারে ঋণ ও আমানতের সুদের হারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
  • বিনিয়োগকারীদের নজর টার্ম ডিপোডিট বা ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হারের দিকে।

রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রাখার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ফলে আপাতত বাজারে ঋণ ও আমানতের সুদের হারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের নজর টার্ম ডিপোডিট বা ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হারের দিকে। বর্তমানে দেশের সেরা ব্যাঙ্কগুলিতে বার্ষিক ৬.২৫% থেকে ৭.৫% পর্যন্ত এফডি সুদ পাবেন। পুরোটাই মেয়াদের উপর নির্ভর করছে। জুন ও জুলাই মাসে সুদ সংশোধনের পর বহু ব্যাঙ্ক এখনও সেই আগের ইন্টারেস্ট রেটই দেখে দিয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI রিটেল টার্ম ডিপোজিটে ৬.২৫% সুদ দিচ্ছে। এই হার ১ থেকে ২ বছরের আমানতের জন্য প্রযোজ্য। সর্বাধিক ৩ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য এই সুদের হার। ১৫ জুলাই থেকে এই সুদের হার অপরিবর্তিত রয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
দেশের সবচেয়ে বড় বেসরকারি ঋণদাতা HDFC Bank। সেখানে ১ বছর থেকে ১৫ মাস মেয়াদের এফডি-তে ৬.২৫% সুদ দিচ্ছে। ৩ কোটি টাকার কম আমানতের জন্য এই হার ২৫ জুন থেকে কার্যকর হয়েছে।

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
এই সরকারি ব্যাঙ্কে বর্তমানে ৩ কোটি টাকার কম আমানতে ৬.৭% সুদ দিচ্ছে। ২৬ জুন থেকে এই সুদের হার কার্যকর। এরপর আর পরিবর্তন হয়নি।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
PNB-কে ৩ কোটি টাকার কম আমানতে ৬.৪% সুদ পাবেন। ১ অগাস্ট থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)
অ্যাক্সিস ব্যাঙ্ক ১ বছর থেকে ১ বছর ১০ দিনের মেয়াদের এফডি-তে ৬.২৫% সুদ দেবে। ৬ অগাস্ট থেকে এই সুদের প্রযোজ্য।

রেপো রেট অপরিবর্তিত থাকায় অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এখনই এই এফডি সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে বাজারে প্রতিযোগিতার কারণে কিছু বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সীমিত সময়ের জন্য স্পেশাল স্কিম চালু করতে পারে। তাই নতুন FD করার থাকলে এই সময়টি ভাল। দ্রুত আপনার ব্যাঙ্কে গিয়ে আধিকারিকদের থেকে এই বিষয়ে পরামর্শ নিন। 

Advertisement

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement