রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রাখার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ফলে আপাতত বাজারে ঋণ ও আমানতের সুদের হারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের নজর টার্ম ডিপোডিট বা ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হারের দিকে। বর্তমানে দেশের সেরা ব্যাঙ্কগুলিতে বার্ষিক ৬.২৫% থেকে ৭.৫% পর্যন্ত এফডি সুদ পাবেন। পুরোটাই মেয়াদের উপর নির্ভর করছে। জুন ও জুলাই মাসে সুদ সংশোধনের পর বহু ব্যাঙ্ক এখনও সেই আগের ইন্টারেস্ট রেটই দেখে দিয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI রিটেল টার্ম ডিপোজিটে ৬.২৫% সুদ দিচ্ছে। এই হার ১ থেকে ২ বছরের আমানতের জন্য প্রযোজ্য। সর্বাধিক ৩ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য এই সুদের হার। ১৫ জুলাই থেকে এই সুদের হার অপরিবর্তিত রয়েছে।
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
দেশের সবচেয়ে বড় বেসরকারি ঋণদাতা HDFC Bank। সেখানে ১ বছর থেকে ১৫ মাস মেয়াদের এফডি-তে ৬.২৫% সুদ দিচ্ছে। ৩ কোটি টাকার কম আমানতের জন্য এই হার ২৫ জুন থেকে কার্যকর হয়েছে।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
এই সরকারি ব্যাঙ্কে বর্তমানে ৩ কোটি টাকার কম আমানতে ৬.৭% সুদ দিচ্ছে। ২৬ জুন থেকে এই সুদের হার কার্যকর। এরপর আর পরিবর্তন হয়নি।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
PNB-কে ৩ কোটি টাকার কম আমানতে ৬.৪% সুদ পাবেন। ১ অগাস্ট থেকে এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।
অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)
অ্যাক্সিস ব্যাঙ্ক ১ বছর থেকে ১ বছর ১০ দিনের মেয়াদের এফডি-তে ৬.২৫% সুদ দেবে। ৬ অগাস্ট থেকে এই সুদের প্রযোজ্য।
রেপো রেট অপরিবর্তিত থাকায় অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এখনই এই এফডি সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে বাজারে প্রতিযোগিতার কারণে কিছু বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সীমিত সময়ের জন্য স্পেশাল স্কিম চালু করতে পারে। তাই নতুন FD করার থাকলে এই সময়টি ভাল। দ্রুত আপনার ব্যাঙ্কে গিয়ে আধিকারিকদের থেকে এই বিষয়ে পরামর্শ নিন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।