Best Fixed Deposit India: পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে সেরা রিটার্ন SBI সহ এই ৬ ব্যাঙ্কে

স্থায়ী আমানত বা Fixed Deposit (FD) এখনও বেশিরভাগ মধ্যবিত্তের পছন্দের বিনিয়োগ অপশন। তবে এফডি করার আগে কোন ব্যাঙ্কে সুদের হার বেশি, সেটা দেখে নেওয়াই শ্রেয়। আগে দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে। কারণ সামান্য হাফ পার্সেন্টের পার্থক্যেই কয়েক হাজার টাকা বাড়তি সুদ পেতে পারেন। 

Advertisement
পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে সেরা রিটার্ন SBI সহ এই ৬ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ৬ ব্যাঙ্কে।
হাইলাইটস
  • Fixed Deposit (FD) এখনও বেশিরভাগ মধ্যবিত্তের পছন্দের বিনিয়োগ অপশন।
  • এফডি করার আগে কোন ব্যাঙ্কে সুদের হার বেশি, সেটা দেখে নেওয়াই শ্রেয়।
  • আগে দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে।

স্থায়ী আমানত বা Fixed Deposit (FD) এখনও বেশিরভাগ মধ্যবিত্তের পছন্দের বিনিয়োগ অপশন। তবে এফডি করার আগে কোন ব্যাঙ্কে সুদের হার বেশি, সেটা দেখে নেওয়াই শ্রেয়। আগে দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে। কারণ সামান্য হাফ পার্সেন্টের পার্থক্যেই কয়েক হাজার টাকা বাড়তি সুদ পেতে পারেন। অধিকাংশ ব্যাঙ্কই যদিও প্রায় একই হারে সুদ দেয়। তবে মাত্র ৫০ বেসিস পয়েন্ট বেশি হলেই ৫ বছরে কয়েক হাজার টাকার তফাৎ হতে পারে। উদাহরণস্বরূপ, ১০ লক্ষ টাকার এফডিতে মাত্র ০.৫০% বেশি সুদ হলেই, ৫ বছরে প্রায় ২৫,০০০ টাকা বেশি আয় হতে পারে। তাই এফডি করার আগে প্রতিটি ব্যাঙ্কের সুদের হার জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ও NBFCতে সুদ কিছুটা বেশি হয়
শুধু বড় ব্যাঙ্ক নয়, অনেক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ও নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন (NBFC) তুলনামূলকভাবে বেশি সুদ দেয়। ফলে আজকাল অনেকে সেই দিকগুলিও এক্সপ্লোর করছেন।

bangla.aajtak.in এর এই প্রতিবেদনে, ৬টি ব্যাঙ্কের ৫ বছরের FDতে সুদের তালিকা দেওয়া হল। আসুন এক নজরে দেখে নেওয়া যাক।

  • এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank):
    সাধারণ: ৬.৪%
    সিনিয়র সিটিজেন: ৬.৯%
    (১৫ জুন ২০২৫ থেকে লাগু)

  • আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank):
    সাধারণ: ৬.৬%
    সিনিয়র সিটিজেন: ৭.১০%

  • কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank):
    সাধারণ গ্রাহক: ৬.২৫%
    সিনিয়র সিটিজেন: ৬.৭৫%
    (কার্যকর হয়েছে ১৮ জুন ২০২৫ থেকে লাগু)

  • ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank):
    সাধারণ গ্রাহক: ৬.৫%
    সিনিয়র সিটিজেন: ৭%

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI):
    সাধারণ গ্রাহক: ৬.০৫%
    সিনিয়র সিটিজেন: ৭.০৫% (SBI We-Care স্কিমে বাড়তি ৫০ বেসিস পয়েন্ট)

  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India):
    সাধারণ গ্রাহক: ৬.৪%
    সিনিয়র সিটিজেন: ৬.৯%

বিনিয়োগকারীরা জেনে রাখুন
যাঁরা দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পরিকল্পনা করছেন, তাঁদের ব্যাঙ্কভেদে সুদের হার খুঁটিয়ে দেখা উচিত। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অনেক ব্যাঙ্ক অতিরিক্ত ০.৫০% সুদ দেয়। তাই ৫ বছরের জন্য এফডি খোলার আগে অবশ্যই এই সুযোগ কাজে লাগানো উচিত।

স্থায়ী আমানতে বিনিয়োগে ঝুঁকি নেই। তবে একথা সত্যি যে মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারের মতো বিপুল রিটার্নের ব্যাপারও নেই। তবে নিরাপদ, সুনিশ্চিত ফান্ড জমানোর প্ল্যানিং থাকলে FD নিঃসন্দেহে ভাল অপশন।  

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement