Fixed Deposit Interest Rate Latest News: FD-তে সুদের হারে পরিবর্তন এই ব্যাঙ্কের, ২ বছরেই বাম্পার রিটার্ন

২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের (Fixed Deposits) জন্য ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার হবে ৭.৮৫ শতাংশ।

Advertisement
FD-তে সুদের হারে পরিবর্তন এই ব্যাঙ্কের, ২ বছরেই বাম্পার রিটার্ন
হাইলাইটস
  • সাধারণ মানুষের জন্য FD-এর সুদের হার হবে সর্বোচ্চ ৭.১০ শতাংশ
  • প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার হবে ৭.৮৫ শতাংশ

বৃহস্পতিবার দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম অ্যাক্সিস ব্যাঙ্ক আবারও ফিক্সড ডিপোজিটে সুদের (Axis Bank Fixed Deposit Interest) হার পরিবর্তন করেছে। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের (Fixed Deposits) জন্য ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার হবে ৭.৮৫ শতাংশ।

ব্যাঙ্ক ১৩ মাস থেকে ২ বছরের এফডি-তে এই রিটার্ন দিচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন এফডি রেট ১৮ মে থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: Highest Fixed Deposit Interest Rate: ফিক্সড ডিপোজিটে বেশি সুদ কোথায় মিলছে, সরকারি না বেসরকারি ব্যাঙ্ক; লিস্ট দেখুন

  • ৭ দিন থেকে ৪৫ দিনের FD-তে ৩.৫০ শতাংশ সুদ দিচ্ছে।
  • ৪৬ দিন থেকে ৬০ দিনের FD-তে ৪ শতাংশ সুদ দিচ্ছে।
  • ৬১ দিন থেকে তিন মাসের FD-তে সুদের হার ৪.৫০ শতাংশ।
  • তিন মাস থেকে ছয় মাসের FD-তে সুদ মিলছে ৪.৭৫ শতাংশ।
  • ৬ মাস থেকে ৯ মাসের FD-তে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
  • ৯ থেকে ১২ মাসের FD-তে সুদ দেওয়া হচ্ছে ৬ শতাংশ।
  • ১ বছর থেকে ১ বছর ৪ দিনের FD-তে মিলবে ৬.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
  • ১ বছর ৫ দিন থেকে ১৩ মাসের FD-তে পাওয়া যাচ্ছে ৬.৮০ শতাংশ সুদ।
  • ১৩ মাস থেকে ২ বছরের মধ্যে FD-তে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
  • ব্যাঙ্ক এখন ২ বছর থেকে ৩০ মাসের FD-তে ৭.০৫ শতাংশ সুদ দিচ্ছে।
  • ৩০ মাস থেকে ১০ বছরের মধ্যে FD-এর সুদের হার এখন ৭ শতাংশ।

গত কয়েক মাস ধরেই দেশের সরকারি ব্যাঙ্ক হোক বা বেসরকারি ব্যাঙ্ক, সকলেই ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়াচ্ছে। এর কারণ হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গত বছরের মে থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ক্রমাগত রেপো রেট বাড়িয়েছে।

POST A COMMENT
Advertisement