scorecardresearch
 

Best Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে প্রায় ৮% সুদ! ৩ বছরের FD-তে সেরা সুদ এখানেই

Best Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাবছেন? সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট অবশ্যই তুলনা করে নিন। এই প্রতিবেদনে আপনাদের জন্য বিভিন্ন ব্যাঙ্কের লেটেস্ট সুদের হারের লিস্ট দেওয়া হল। রাষ্ট্রায়ত্ত ও প্রাইভেট, দুই ধরণের ব্যাঙ্কই আছে। 

Advertisement
ফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে। ফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে।
হাইলাইটস
  • বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট অবশ্যই তুলনা করে নিন।
  • এই প্রতিবেদনে আপনাদের জন্য বিভিন্ন ব্যাঙ্কের লেটেস্ট সুদের হারের লিস্ট দেওয়া হল।
  • রাষ্ট্রায়ত্ত ও প্রাইভেট, দুই ধরণের ব্যাঙ্কই আছে। 

Best Bank FD Rates: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের কথা ভাবছেন? সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের রেট অবশ্যই তুলনা করে নিন। এই প্রতিবেদনে আপনাদের জন্য বিভিন্ন ব্যাঙ্কের লেটেস্ট ৩ বছরের এফডি-র সুদের হার দেওয়া হল। রাষ্ট্রায়ত্ত ও প্রাইভেট, দুই ধরণের ব্যাঙ্কই আছে। 

এক্ষেত্রে মনে রাখবেন, সাধারণত আমানতের মেয়াদ যত বাড়াবেন, ততই সুদের হার বাড়বে। আবার কিছু ক্ষেত্রে ব্যাঙ্কের কিছু স্পেশাল স্কিম থাকে। সেই নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগ করলে বাড়তি সুদ পাবেন। 

তাই 'আমার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট, এখানেই ফিক্সড ডিপোজিট করব' এই ধরণের মানসিকতা থেকে বেরিয়ে আসুন। সুদের হেরফের আপাতদৃষ্টিতে সামান্য মনে হতে পারে। কিন্তু বড় অঙ্কের বিনিয়োগ করলে সেখানে বেশ কয়েক হাজার টাকার হেরফের হতে পারে। ফলে খুব সমস্যা না হলে অন্য় ব্যাঙ্কের রেটগুলিও ভেবে দেখতে পারেন। 

আরও পড়ুন

বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হারে পার্থক্য

বর্তমানে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বেসরকারি ব্যাঙ্কের তুলনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কিছুটা কম হারে সুদ দিচ্ছে। HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক সাধারণ নাগরিকরা ৭ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা ৭.৫ শতাংশ সুদ পাবেন। HDFC-তে নতুন সুদের হার ২৪ জুলাই থেকে এবং ICICI-তে ১৪ জুন থেকে লাগু হয়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও সাধারণ নাগরিকদের ৭ শতাংশ এবং প্রবীণদের ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে।

ফেডারেল ব্যাঙ্কের ১৬ অক্টোবরের নতুন ঘোষণা অনুযায়ী সাধারণ এবং প্রবীণ নাগরিকদের যথাক্রমে ৭ শতাংশ ও ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক            

সাধারণ(%) সিনিয়র সিটিজেন(%)
HDFC ব্যাঙ্ক                  7                 7.5  
ICICI ব্যাঙ্ক                                  7     7.5
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 7     7.6
ফেডেরাল ব্যাঙ্ক 7    7.5
SBI                             6.75      7.25
ব্যাঙ্ক অফ বরোদা 7.15    7.65  
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক 7   7.5   
ইউনিয়ন ব্যাঙ্ক 6.7    7.2

(সূত্র: ব্য়াঙ্কের ওয়েবসাইট)

Advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুদের হার কিছুটা কম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ নাগরিকদের ৬.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের  ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এই হারগুলি ১৫ জুন থেকে লাগু হয়েছে। অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) সাধারণ নাগরিকদের ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬৫ শতাংশ সুদ দিচ্ছে। ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সাধারণ নাগরিকদের ৭ শতাংশ এবং প্রবীণদের ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকদের জন্য ৬.৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

Advertisement