SBI থেকে Axis; এই ব্যাঙ্কগুলিতে Fixed Deposit করলে বসে খাওয়া যাবে!

Best Fixed Deposits: সুদের টাকা চাই? সেক্ষেত্রে আজও ফিক্সড ডিপোজিটের জুড়ি মেলা ভার। শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে রিটার্নের সম্ভাবনা থাকলেও, সেখানে ঝুঁকিও কম নয়।

Advertisement
SBI থেকে Axis; এই ব্যাঙ্কগুলিতে Fixed Deposit করলে বসে খাওয়া যাবে!রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হার কী অবস্থায় রয়েছে, তা নিয়েই এই আলোচনা।
হাইলাইটস
  •  ফিক্সড ডিপোজিটের জুড়ি মেলা ভার।
  • সত্যি বলতে, সঞ্চয়ের সমস্ত টাকা সেখানে বিনিয়োগ না করাই শ্রেয়।
  • দীর্ঘমেয়াদে সঞ্চয়ের ক্ষেত্রে এখনও আমজনতার ভরসা পাবলিক সেক্টর ব্যাঙ্ক।

Best Fixed Deposits: সুদের টাকা চাই? সেক্ষেত্রে আজও ফিক্সড ডিপোজিটের জুড়ি মেলা ভার। শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে রিটার্নের সম্ভাবনা থাকলেও, সেখানে ঝুঁকিও কম নয়। ফলে সঞ্চয়ের সব টাকা সেই পথে ঢালতে রাজি নন বহু মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের বড় অংশ এখনও নিশ্চিত সুদের আশায় ব্যাঙ্কের টার্ম ডিপোজিটকেই ভরসা করে থাকেন। সেই প্রেক্ষিতেই ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হার কী অবস্থায় রয়েছে, তা নিয়েই এই আলোচনা। ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া আপডেটের ভিত্তিতেই এই তথ্য দেওয়া হচ্ছে।

ডিসেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সুদের হারে বড় কোনও বদল আনেনি। মোটের উপর হার প্রায় একই জায়গায় ধরে রাখা হয়েছে। ফলে দীর্ঘমেয়াদে সঞ্চয়ের ক্ষেত্রে এখনও সাধারণ মানুষের কাছে ভরসার নাম পাবলিক সেক্টর ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে কয়েকটি বিশেষ মেয়াদি স্কিমে তুলনামূলক ভাল সুদের অফার রয়েছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ‘অমৃত বৃষ্টি’ স্কিমে ৪৪৪ দিনের জন্য আমানতে সর্বোচ্চ ৬.৪৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এক বছরের ডিপোজিটে এসবিআই সুদ দিচ্ছে ৬.২৫ শতাংশ। তিন বছরের ক্ষেত্রে সুদের হার ৬.৩ শতাংশ এবং পাঁচ বছরের ডিপোজিটে ৬.০৫ শতাংশ।

ব্যাঙ্কের নাম হাইয়েস্ট স্ল্যাব (%) হাইয়েস্ট স্ল্যাবের মেয়াদ ১ বছরের সুদ (%) ৩ বছরের সুদ (%) ৫ বছরের সুদ (%)
Bank of Baroda 6.6 444 দিন - BoB Square Drive Deposit Scheme 6.25 6.5 6.4
Bank of India 6.7 450 দিন - Star Swarnim 6.25 6.25 6.0
Bank of Maharashtra 6.55 500 দিন 6.2 5.25 5.0
Canara Bank 6.15 555 দিন 5.9 5.9 5.9
Central Bank of India 6.5 2222 দিন; 3333 দিন 6.2 6.0 6.0
Indian Bank 6.6 444 দিন 6.1 6.25 6.0
Indian Overseas Bank 6.6 444 দিন 6.5 6.1 6.1
Punjab National Bank 6.5 390 দিন 6.25 6.4 6.25
Punjab & Sind Bank 6.6 444 দিন 5.85 5.85 5.95
State Bank of India 6.45 444 দিন – অমৃত বৃষ্টি 6.25 6.3 6.05
Union Bank of India 6.3 400 দিন 6.25 6.0 5.9

একই পথে হাঁটছে ব্যাঙ্ক অব বরোদাও। তাদের ‘স্কোয়ার ড্রাইভ’ স্কিমে ৪৪৪ দিনের ডিপোজিটে সর্বোচ্চ ৬.৬ শতাংশ সুদের ঘোষণা করা হয়েছে। তিন বছরের মেয়াদে এই ব্যাঙ্কে সুদের হার ৬.৫ শতাংশ। ব্যাঙ্ক অব ইন্ডিয়া আবার ৪৫০ দিনের ‘স্টার স্বর্ণিম’ স্কিমে ৬.৭ শতাংশ সুদ দিচ্ছে, যা বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩৯০ দিনের ডিপোজিটে সর্বোচ্চ ৬.৫ শতাংশ সুদ দিলেও, তিন বছরের ক্ষেত্রে সুদের হার ৬.৪ শতাংশ এবং পাঁচ বছরের জন্য ৬.২৫ শতাংশ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া; এই সব ব্যাঙ্কই এক থেকে পাঁচ বছরের মেয়াদে সুদের হার প্রায় ৬ শতাংশের আশপাশেই রেখেছে। নিরাপত্তা ও স্থায়িত্বের দিক থেকে এই ব্যাঙ্কগুলিই এখনও বহু বিনিয়োগকারীর প্রথম পছন্দ।

Advertisement

তবে সুদের হার একটু বেশি চাইলে অনেকেই নজর দিচ্ছেন বেসরকারি ব্যাঙ্কগুলির দিকে। যদিও সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুলনায় ঝুঁকি নিয়ে প্রশ্ন থাকেই। ব্যান্ডান ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাঙ্ক এক থেকে পাঁচ বছরের ডিপোজিটে সর্বোচ্চ ৭.২ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কে সর্বোচ্চ সুদের হার ৭ শতাংশের কাছাকাছি।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement