scorecardresearch
 

High Return Fixed Deposits: মাত্র ৭ মাসের FD-তে ৭% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, সঞ্চয় বাড়বে দ্রুত

Fixed Deposits With High Return: মঙ্গলবার ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে এই সরকারি ব্যাঙ্ক। ব্যাঙ্কের নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সুদের হারগুলি ১৬ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়েছে...

Advertisement
মঙ্গলবার ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BoM)। মঙ্গলবার ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BoM)।
হাইলাইটস
  • মঙ্গলবার ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BoM)।
  • ব্যাঙ্কের নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সুদের হারগুলি ১৬ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়েছে।

Fixed Deposits With High Return: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BoM) মঙ্গলবার ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ব্যাঙ্কের নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সুদের হারগুলি ১৬ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। সুদের হার পরিবর্তনের পর, ব্যাঙ্ক এখন আগামী ৭ দিন থেকে ৫ বছরের জন্য মেয়াদী আমানতের উপর ২.৭৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BoM) এখন ২০০ দিনের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে।

আরও পড়ুন: পোস্ট অফিসের এই FD স্কিমে বাড়ল সুদ, ১০ বছরে বিনিয়োগের টাকা দ্বিগুণ

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে (BoM) ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার:
•    ব্যাঙ্ক ৭ থেকে ৩০ দিনের ফিক্সড ডিপোজিটে ২.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ৩১ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ৪৬ থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে ৩.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ৯১ থেকে ১১৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে ৪.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ১২০ থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটে এখন ৪.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ১৮১ থেকে ২৭০ দিনের ফিক্সড ডিপোজিটে এখন ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ২৭১ দিন থেকে ৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ৩৬৫ দিনের ফিক্সড ডিপোজিটে ৬.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ১ বছর থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে এখন ৬ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
•    ব্যাঙ্ক ৩ বছর থেকে ৫ বছরের বেশি সময়ের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়ে এখন ৫.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে৷

Advertisement

২০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৭% সুদ:
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে (BoM) ২০০ দিনের একটি নতুন মেয়াদ চালু করেছে, যার উপর ব্যাঙ্ক সর্বোচ্চ ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে এবং ৪০০ দিনের মহা ধনবর্ষ স্কিমে, ব্যাঙ্ক এখন আমানতের উপর ৬.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ১০ কোটি টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে। ৯১ দিন বা তার বেশি সময়ের মেয়াদী আমানতের জন্য, দেশের প্রবীণ নাগরিকদের ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ০.৫০% হারে সুদ দিচ্ছে।

Advertisement