Flipkart Diwali Sale: ফ্লিপকার্টের দিওয়ালি সেল শুরু, অর্ধেক দামে iPhone থেকে Samsung এর ফোন

দিওয়ালির আগে অনলাইন সেল শুরু। ফ্লিপকার্ট (Flipkart) এ ‘বিগ ব্যাং দিওয়ালি সেল’ (Big Bang Diwali Sale) শুরু হয়েছে। সেলে স্মার্টফোন থেকে শুরু করে টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ, সবকিছুই অর্ধেক দামে পাবেন।

Advertisement
Flipkart Diwali Sale শুরু, অর্ধেক দামে iPhone থেকে Samsung এর ফোনফ্লিপকার্টে ধামাকা দিওয়ালি সেল।
হাইলাইটস
  • দিওয়ালির আগে অনলাইন সেল শুরু। 
  • ফ্লিপকার্ট (Flipkart) এ ‘বিগ ব্যাং দিওয়ালি সেল’ (Big Bang Diwali Sale) শুরু হয়েছে।
  • সেলে স্মার্টফোন থেকে শুরু করে টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ, সবকিছুই অর্ধেক দামে পাবেন।

দিওয়ালির আগে অনলাইন সেল শুরু। ফ্লিপকার্ট (Flipkart) এ ‘বিগ ব্যাং দিওয়ালি সেল’ (Big Bang Diwali Sale) শুরু হয়েছে। সেলে স্মার্টফোন থেকে শুরু করে টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ, সবকিছুই অর্ধেক দামে পাবেন। যাঁরা এর আগের বিগ বিলিয়ন ডেজ সেল (Big Billion Days Sale) মিস করেছেন, তাঁদের জন্য এটাই দারুণ সুযোগ। আসুন দেখে নেওয়া যাক, এই দিওয়ালি সেলে ঠিক কোন কোন ফোনে সবচেয়ে বড় অফার মিলছে।

iPhone এ দারুণ ছাড়
আইফোন নিয়েই যে সবার আগ্রহ থাকবে, তা বলাই বাহুল্য। সম্প্রতি আইফোন ১৭ বেরিয়েছে। ফলে iPhone 16 এর দাম কমছে। এবার ফ্লিপকার্টের সেলে আইফোন ১৬ পাবেন মাত্র ₹54,999 টাকায়। ব্যাঙ্ক অফার হিসেবে আরও ₹3,000 টাকার ছাড় পাবেন।

এছাড়া, iPhone 16 Pro ও পাবেন ₹84,999 টাকায়। iPhone 16 Pro Max পাবেন ₹1,02,999 টাকায়। যাঁরা কিছুটা কম বাজেটের ফোন খুঁজছেন, তাঁরা iPhone 14 কিনতে পারেন। ছাড়ের পরে এর দাম দাঁড়াচ্ছে ₹42,999 টাকা।

স্যামসাংয়ের ফোনেও বাম্পার অফার
স্যামসাং প্রেমীদের জন্যও দারুণ খবর। দিওয়ালি সেলে Samsung Galaxy S24 মাত্র ₹38,999 টাকায় পাবেন।

Galaxy A35 5G ুপাবেন ₹17,999 টাকায়। Galaxy S24 FE পাওয়া যাবে ₹29,999 টাকায়। বাজেট ফোনের মধ্যে Galaxy F36 এর দাম কমে দাঁড়িয়েছে ₹13,999 টাকা।

‘Nothing Phone’ এর দাম অর্ধেক
Nothing Phone 3, গত জুলাইয়ে লঞ্চ হয়েছিল। সেলে পাবেন ₹39,999 টাকায়। অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাবেন।

ফোন লঞ্চের সময় দাম ছিল ₹79,999 টাকা। Phone 3a Pro এর দাম নেমে এসেছে ₹24,999 টাকায়।

স্মার্ট টিভিতেও বিশাল ছাড়
শুধু ফোন নয়, স্মার্ট টিভিতেও ভাল ছাড় পাবেন। ₹20,000 টাকার কমে ৪৩-ইঞ্চির স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে সেলে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেই সরকার GST রেট কমিয়েছে। এর আগে টিভিতে ২৮% জিএসটি দিতে হত। এখন তা নেমে এসেছে ১৮% এ। ফলে এই সময়টা টিভি কেনার জন্য একেবারে পারফেক্ট।
ফলে দিওয়ালির আগে যাঁরা নতুন ফোন, টিভি বা গ্যাজেট কিনতে চান, তাঁদের জন্য এই ফ্লিপকার্ট সেল সত্যিই সোনায় সোহাগা। তবে অফার শেষ হওয়ার আগেই দ্রুত কেনাকাটা সারাই বুদ্ধিমানের কাজ হবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement