Wagon R থেকে Dzire, মারুতির সব গাড়ির দাম বিশাল কমল, S-Presso ১.২৯ লাখ টাকা!

জিএসটি সংস্কারের পর সবথেকে পরিবর্তন এসেছে গাড়ির দামে। দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকিও তাদের নতুন দাম ঘোষণা করল। সংস্থাটির তরফে জানানো হয়েছে, তাদের জনপ্রিয় ছোট গাড়িগুলির দাম সর্বোচ্চ ১.২৯ লক্ষ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এই নতুন দাম কার্যকর হবে ২২শে সেপ্টেম্বর থেকে।

Advertisement
Wagon R থেকে Dzire, মারুতির সব গাড়ির দাম বিশাল কমল, S-Presso ১.২৯ লাখ টাকা!মারুতি সব গাড়ির দাম হুড়মুড়িয়ে পড়ছে, কোন গাড়ির দাম কত হল?
হাইলাইটস
  • জিএসটি সংস্কারের পর সবথেকে পরিবর্তন এসেছে গাড়ির দামে।
  • দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকিও তাদের নতুন দাম ঘোষণা করল।

জিএসটি সংস্কারের পর সবথেকে পরিবর্তন এসেছে গাড়ির দামে। দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকিও তাদের নতুন দাম ঘোষণা করল। সংস্থাটির তরফে জানানো হয়েছে, তাদের জনপ্রিয় ছোট গাড়িগুলির দাম সর্বোচ্চ ১.২৯ লক্ষ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এই নতুন দাম কার্যকর হবে ২২শে সেপ্টেম্বর থেকে।

কোন গাড়ির দাম কত কমলো?
Maruti S-Presso: সর্বোচ্চ ১,২৯,৬০০ কমানো হয়েছে। ফলে এখন কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মডেল এই গাড়ি, দাম শুরু মাত্র ৩.৫০ লক্ষ।
Maruti Wagon R: সর্বোচ্চ ৭৯,৬০০ টাকার ছাড়, নতুন দাম শুরু ৫ লক্ষ।
Alto K10: আগে ছিল মারুতির সবচেয়ে সস্তা গাড়ি, তবে দাম কমার পর S-Presso এখন সেই জায়গা নিয়েছে।
Maruti Swift: সর্বোচ্চ ৮৪,৬০০ কমানো হয়েছে, নতুন দাম শুরু ৫.৭৯ লক্ষ।
Baleno: সর্বোচ্চ ৮৬,১০০ টাকার ছাড়, নতুন দাম শুরু ৫.৯৯ লক্ষ।
Dzire: সর্বোচ্চ ৮৭,৭০০ কমানো হয়েছে, নতুন দাম শুরু ৬.২৬ লক্ষ।

সংস্থার বক্তব্য:
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ বন্দ্যোপাধ্য়ায় সংবাদ সম্মেলনে জানান, 'দাম হ্রাস শুধুমাত্র সাম্প্রতিক জিএসটি সংস্কারের প্রতিফলন। এতে গাড়ির বৈশিষ্ট্য বা প্রযুক্তিতে কোনও পরিবর্তন করা হয়নি।'

 

POST A COMMENT
Advertisement