গঙ্গাসাগর পৌঁছতে কোন জেটি থেকে ভেসেল ধরবেন, রইল টাইম টেবিল

কথায় রয়েছে 'সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার'। এর কারণ অবশ্যই সাগর দ্বীপে যাওয়ার যাত্রাপথ। প্রাচীনকালে তো বটেই, আজও গঙ্গাসাগর যাওয়া যথেষ্ট ঝকমারি। কলকাতা শহর থেকে ট্রেনে করে কাকদ্বীপ স্টেশনে নেমে ভেসেল ধরে পৌঁছতে হয় গঙ্গাসাগরে।

Advertisement
গঙ্গাসাগর পৌঁছতে কোন জেটি থেকে ভেসেল ধরবেন, রইল টাইম টেবিলভেসেলের টাইম টেবিল জেনে নিন
হাইলাইটস
  • ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা।
  • আজও গঙ্গাসাগর যাওয়া যথেষ্ট ঝকমারি।
  • বাস ও ট্রেনের মতোই ভেসেলেরও নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে।

৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। কথায় রয়েছে 'সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার'। এর কারণ অবশ্যই সাগর দ্বীপে যাওয়ার যাত্রাপথ। প্রাচীনকালে তো বটেই, আজও গঙ্গাসাগর যাওয়া যথেষ্ট ঝকমারি। কলকাতা শহর থেকে ট্রেনে করে কাকদ্বীপ স্টেশনে নেমে ভেসেল ধরে পৌঁছতে হয় গঙ্গাসাগরে। 

তবে যখন খুশি চাইলেই কিন্তু সাগর দ্বীপে পৌঁছনোর ভেসেল পাওয়া যায় না। বাস ও ট্রেনের মতোই ভেসেলেরও নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে। সেটি মেনেই ভেসেল ছাড়ে। 

কাকদ্বীপ স্টেশনে নেমে হেঁটে অথবা অটো করে পৌঁছতে হবে লট নং ৮-এ। এই ভেসেল ঘাট থেকেই ভেসেল ওপারে কচুবেড়িয়া জেটিতে যায়। এবার ভেসেলের টাইম টেবিল জেনে নিন। ঠিক কটার সময় ভেসেলগুলি লট নং ৮ থেকে ছাড়ে দেখুন -

৬.০০, ৭.০০, ৮.০০, ৯.০০, ০৯.৩০, ১০.০০, ১১.০০, ১১.৩০, ১২.০০, ১৩.০০, ১৩.৩০, ১৪.০০, ১৫.০০, ১৬.০০, ১৬.৩০, ১৭.০০, ১৭.৩০, ১৮.০০, ১৯.০০, ২০.১৫, ২১.৩০ (৫ জানুয়ারি, ২০২৬-এর সময়)

তবে উল্লেখ্য বিষয় হল, কুয়াশা, ঝড় বা আবহাওয়া খারাপ হলে এই সময় বদলে যেতে পারে। এছাড়াও, মেলা শুরু হলে কিছু অতিরিক্ত ভেসেলও বরাদ্দ করা হতে পারে।

অন্যদিকে, গঙ্গাসাগর মেলার জন্য স্পেশাল ট্রেন ঘোষণা করেছে শিয়ালদা ডিভিশনও। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত, এই ৭ দিনে ১২৬টি অতিরিক্ত EMU পরিষেবা শুরু করছে রেলওয়ে। আপ লাইনে প্রতিদিন  ১০টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হচ্ছে। আবার ডাউন লাইনে প্রতি দিন চালানো হচ্ছে ৮টি করে লোকাল ট্রেন।

ডাউন ট্রেন

যাত্রা শুরুর স্টেশন ট্রেন ছাড়ার সময় ট্রেন থামার স্টেশন ট্রেন পৌঁছনোর সময়
শিয়ালদা 0:01 নামখানা 2:05
শিয়ালদা 1:23 নামখানা 3:25
শিয়ালদা 2:55 নামখানা 5:03
শিয়ালদা 4:00 নামখানা 6:55
শিয়ালদা 5:20 নামখানা 7:58
শিয়ালদা 6:15 নামখানা 8:45
শিয়ালদা 7:14 নামখানা 10:05
কলকাতা স্টেশন 7:35 নামখানা 11:08
শিয়ালদা 9:16 নামখানা 12:15
কলকাতা স্টেশন 8:24 নামখানা 12:58
শিয়ালদা 10:45 কাকদ্বীপ 13:15
শিয়ালদা 11:50 নামখানা 14:30
শিয়ালদা 13:20 নামখানা 15:55
শিয়ালদা 14:18  নামখানা 17:05
শিয়ালদা 14:40 নামখানা 17:34
শিয়ালদা 16:50 নামখানা 19:25
শিয়ালদা 17:29 নামখানা 20:20
শিয়ালদা 18:55 নামখানা 21:38
শিয়ালদা 20:30 নামখানা 23:10
শিয়ালদা 21:30 নামখানা 0:06
শিয়ালদা 21:45 নামখানা 0:36
কলকাতা স্টেশন 21:30 নামখানা 1:05
সোনারপুর 18:35 নামখানা 20:42

আপ ট্রেনের তালিকা দেখে নিন-
 

যাত্রা শুরুর স্টেশন ট্রেন ছাড়ার সময় ট্রেন থামার স্টেশন ট্রেন পৌঁছনোর সময়
নামখানা 0:07 শিয়ালদা 2:20
নামখানা 1:06 শিয়ালদা 3:13
নামখানা 1:25 শিয়ালদা 3:45
নামখানা 2:52 শিয়ালদা 5:25
নামখানা 4:07 শিয়ালদা 6:50
নামখানা 4:35 শিয়ালদা 7:23
নামখানা 5:05 শিয়ালদা 7:41
নামখানা 6:00 শিয়ালদা 8:52
নামখানা 7:30 শিয়ালদা 10:19
নামখানা 8:17 শিয়ালদা 11:03
নামখানা 9:10 শিয়ালদা 11:35
নামখানা 10:25 শিয়ালদা 13:17
নামখানা 11:18 শিয়ালদা 13:48
নামখানা 12:28 শিয়ালদা 15:37
নামখানা 13:35 শিয়ালদা 16:15
কাকদ্বীপ 14:16 শিয়ালদা 16:44
নামখানা 15:00 শিয়ালদা 18:04
নামখানা 16:38 শিয়ালদা 19:44
নামখানা 17:35 শিয়ালদা 20:17
নামখানা 18:35 শিয়ালদা 21:04
নামখানা 19:49 শিয়ালদা 22:28
নামখানা 20:46 শিয়ালদা 23:30
নামখানা 23:07 শিয়ালদা 0:19

 

 

POST A COMMENT
Advertisement