Gold Silver Price: রুপোর দাম বাড়ল ৭ হাজার টাকা, দামি সোনাও, লেটেস্ট রেট কত?

৬ জানুয়ারি ২০২৬ রুপোর দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে সোনার দামও। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, ৫ জানুয়ারি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার রেট ছিল ১২৪৭৩০ টাকা। আর আজ সকালেই ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১২৫৪০৯ টাকায়। ও দিকে আবার প্রতি কিলো রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। এটির দাম বেড়েছে ৭ হাজার ৭০০ টাকা।

Advertisement
রুপোর দাম বাড়ল ৭ হাজার টাকা, দামি সোনাও, লেটেস্ট রেট কত?   সোনা ও রুপোর দাম
হাইলাইটস
  • ৬ জানুয়ারি ২০২৬ রুপোর দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে
  • ৫ জানুয়ারি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার রেট ছিল ১২৪৭৩০ টাকা
  • ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১২৫৪০৯ টাকায়

৬ জানুয়ারি ২০২৬ রুপোর দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে সোনার দামও। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে, ৫ জানুয়ারি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার রেট ছিল ১২৪৭৩০ টাকা। আর আজ সকালেই ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ১২৫৪০৯ টাকায়। ও দিকে আবার প্রতি কিলো রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। এটির দাম বেড়েছে ৭ হাজার ৭০০ টাকা।

আজ সোনার রেট কত?

২৬ জানুয়ারি সোনার এবং রুপোর দাম জেনে নিন-

  • ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১৩৬৯০৯ টাকা
  • ২৩ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১২৬৩৬১ টাকা
  • ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১২৫৪০৯ টাকা
  • ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১০২৬২৮ টাকা
  • ১৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭৯৬৫৮ টাকা

এছাড়া রুপোর দাম রয়েছে আজ সকালে প্রতি কিলোতে ২৪৪৭৮৮ টাকা।

মাথায় রাখবেন, এই দাম জিএসটি ছাড়া। এর উপর জিএসটি বসানোর পরই আসল দাম ঠিক হয়। তাই সেই হিসেবটা করেই দোকানে যান।

কেন বাড়ছে সোনা ও রুপোর দাম?

আসলে সারা পৃথিবীতেই এখন অস্থিরতা চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধও এখন সপ্তমে। যার ফলে অনেকেই সোনা এবং রুপোয় বিনিয়োগ করে সুরক্ষিত থাকতে চাইছেন।

ও দিকে আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিদিন কোনও না কোনও তোপ দাগছেন। ইতিমধ্যেই তাঁর নির্দেশে ভেনেজুয়েলা আক্রমণ করেছে মার্কিন সেনা। তুলে আনা হয়েছে নিকোলাস মাদুরোকে। আমেরিকার আদালতেই তাঁর বিচার চলবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া ভারতকে নিয়েও খুশি নন ট্রাম্প। তাই তিনি ভারতীয় পণ্যের উপর আরও শুল্ক বসাতে পারেন বলে মনে করা হচ্ছে।

আর এই সব কারণেই অনিশ্চিত হয়ে গিয়েছে শেয়ারবাজার। লগ্নিকারীরা বুঝতে পারছেন না কোন দিকে মোড় নেবে পরিস্থিতি। তাই সুরক্ষিত থাকতে তাঁরা টাকা বিনিয়োগ করছেন সোনা এবং রুপোয়। তাতেই হাতে টাকা বাঁচবে বলে মনে করছেন তাঁরা।

আবার রুপোর দামের বৃদ্ধির পিছনে অন্য কারণ রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিভিন্ন শিল্পে ব্যবহার হয় রুপো। যার ফলে রুপোর চাহিদা এমনিতেই বৃদ্ধি পেয়েছে। সেই মতো নেই জোগানটাই নেই। তাই রুপোর দাম বাড়তে শুরু করেছে। এছাড়া চিনি রুপো রপ্তানিতে বাধানিষেধ এনেছে। সেটাও দ্রুত বৃদ্ধি করছে রুপোর দাম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সব কারণেই রুপোর দাম ছুটে চলেছে। এখন দেখার এই গতি কোথায় গিয়ে দাঁড়ায়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement