Gold Price Today: আর কত বাড়বে! বাজেটের আগে সোনার দামে আগুন, আজকের রেট শুনলে ভিরমি খাবেন

বেশ কিছু দিন ধরেই সোনা-রুপোর দামের ধারাবাহিক ওঠানামা চলছে। প্রতিদিন সর্বকালের সব রেকর্ড ভাঙছে হলুদ ধাতুর দাম। আজ শুক্রবার, সোনার দাম ৮১, ৩০৩ টাকায় পৌঁছেছে। রুপোর দাম রয়েছে প্রতি কেজিতে ৯২, ১৮৪ টাকা। কলকাতায় আজ ২৪ ক্যারেট ও ২২ ক্যারেটের দাম কত রয়েছে? কতটা মূল্যবান হল সোনা? জেনে নিন।

Advertisement
আর কত বাড়বে! বাজেটের আগে সোনার দামে আগুন, আজকের রেট শুনলে ভিরমি খাবেনআজকের সোনার দাম

Gold And Silver Price Today 31 January 2025: বেশ কিছু দিন ধরেই সোনা-রুপোর দামের ধারাবাহিক ওঠানামা চলছে। প্রতিদিন সর্বকালের সব রেকর্ড ভাঙছে হলুদ ধাতুর দাম। আজ শুক্রবার, সোনার দাম ৮১, ৩০৩ টাকায় পৌঁছেছে। রুপোর দাম রয়েছে প্রতি কেজিতে ৯২, ১৮৪ টাকা। কলকাতায় আজ ২৪ ক্যারেট ও ২২ ক্যারেটের দাম কত রয়েছে? কতটা মূল্যবান হল সোনা? জেনে নিন।

আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, ৩১ জানুয়ারি শুক্রবার আরও বাড়ল সোনার দাম। বৃহস্পতিবারের থেকে ২০০ টাকা বেড়েছে হলুদ ধাতুর দাম। কলকাতায় আজ ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭, ৭৫০ টাকা। প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম ৮১, ৮০০ টাকা। পাকা সোনার বাট প্রতি ১০ গ্রামের দাম ৮১, ৪০০ টাকা। এর সঙ্গে দিতে হবে জিএসটি। গয়না সোনায় দিতে হবে মেকিং চার্জ। বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম ছিল ৭৭, ৫৫০ টাকা। 

বাজেটের পর বাড়বে নাকি কমবে সোনার দাম?
গতবছর বাজেটে সোনায় আমদানি শুল্ক কমানোর কারণে অনেকটা কমেছিল সোনার দাম। এবছরও সোনার আমদানি শুল্ক কমানো হলে সোনার দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গেছে সোনা। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল আশঙ্কা করছে বাজটের পর সোনার দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে। জল্পনা চলছে সোনার উপর কেন্দ্র শুল্ক বৃদ্ধি করতে পারে। তা হলে সোনা আরও দামি হতে পারে।

উল্লেখ্য, সোনা ব্যবহারে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছে। ভারতে এই বিপুল পরিমাণ সোনার চাহিদা থাকায় বিদেশ থেকে আমদানি করতে হয় সোনা। যে কারণে আমদানি শুল্কতে সোনার দাম বেড়ে যায়। তবে সোনা ছেড়ে বেশিরভাগ মানুষ হিরের দিকে ঝুঁকছে।

POST A COMMENT
Advertisement