Gold Silver Price: সোনার দামে বিরাট পতন. ভরিতে কমল ১২০০ টাকা; সস্তা রুপোও; লেটেস্ট রেট

ফের দাম কমল সোনা, রুপোর। গত কয়েক মাস ধরে ক্রমেই দাম বেড়েছিল সোনা, রুপোর। কিন্তু ইদানিং সেই ট্রেন্ড ভেঙেছে। মাত্র ২৪ ঘণ্টাতেই MCX এ রুপোর দাম কেজি প্রতি ৪,৬০০ টাকারও বেশি কমে গেল। একইভাবে সোনার দামও মাত্র একদিনেই ১,১০০ টাকা কমে গিয়েছে।

Advertisement
সোনার দামে বিরাট পতন. ভরিতে কমল ১২০০ টাকা; সস্তা রুপোও; লেটেস্ট রেটফের কমল সোনা রুপোর দাম।
হাইলাইটস
  • ফের দাম কমল সোনা, রুপোর।
  • গত কয়েক মাস ধরে ক্রমেই দাম বেড়েছিল সোনা, রুপোর।
  • মাত্র ২৪ ঘণ্টাতেই MCX এ রুপোর দাম কেজি প্রতি ৪,৬০০ টাকারও বেশি কমে গেল।

ফের দাম কমল সোনা, রুপোর। গত কয়েক মাস ধরে ক্রমেই দাম বেড়েছিল সোনা, রুপোর। কিন্তু ইদানিং সেই ট্রেন্ড ভেঙেছে। মাত্র ২৪ ঘণ্টাতেই MCX এ রুপোর দাম কেজি প্রতি ৪,৬০০ টাকারও বেশি কমে গেল। একইভাবে সোনার দামও মাত্র একদিনেই ১,১০০ টাকা কমে গিয়েছে।

MCX এ রুপোর দামের পতন 
রুপোর দাম যে কমবে, মঙ্গলবার সকাল থেকেই তার ইঙ্গিত মিলেছিল। সোমবার MCX এ রুপো কেজি প্রতি ₹1,82,030 এ ক্লোজ হয়েছিল। কিন্তু মঙ্গলবার ট্রেড চলাকালীন তা নেমে আসে ₹1,77,372 প্রতি কেজিতে। অর্থাৎ, মাত্র একদিনেই রুপোর দাম ₹4,658 কমে যায়।

সোনার দামে পতন
সোনার ক্ষেত্রেও ছবিটা একইরকম। এর আগে MCX এ গোল্ড কন্ট্রাক্ট ₹1,30,652 ক্লোজ হয়েছিল(১০ গ্রাম)। কিন্তু মঙ্গলবার তা কমে দাঁড়ায় ₹1,29,355 এ। মাত্র একদিনেই ২৪ ক্যারেট সোনা 1,297 টাকা কমে গেল।

দেশের বাজারেও দাম কমেছে
IBJA এর তথ্যানুযায়ী, দেশে ওপেন মার্কেটেও সোনা-রুপোর দাম কমেছে। মঙ্গলবার ২৪ ক্যারেট সোনা 1,27,593 টাকা/১০ গ্রাম-এ নেমে আসে। একদিনে 1,207 টাকা কমেছে। রুপোও কেজি প্রতি 530 টাকা কমেছে। ১,৭৫,১৮০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে 1,74,650 টাকায়।

সোনাতে বিনিয়োগ করা ঠিক হবে?

  • দাম আপাতত কমলেও ভবিষ্যতে সোনার দাম ফের বাড়তে পারে। ফলে এই সময় সোনা কিনলে পরে লাভ হতে পারে।

  • দীর্ঘমেয়াদে সোনা ভালই বিনিয়োগ। ইতিহাস বলছে, বাজারে ওঠানামা থাকলেও সময়ের সঙ্গে সাধারণত সোনার মূল্য বাড়ে।

  • রিস্ক কম, শেয়ারবাজারের মতো হঠাৎ বিরাট পতনের ভয় তুলনামূলকভাবে কম।

  • ডিজিটাল গোল্ড, এসজিবি, ইটিএফ ভাল অপশন হতে পারে। সিকিউরিটি বেশি, ঝামেলা কম।

  • তবে সব টাকা সোনায় বিনিয়োগ করে রাখবেন না। 

POST A COMMENT
Advertisement