Gold And Silver Price Today: আজ সোনার রেট আকাশছোঁয়া, রুপো প্রায় ৪ লাখ টাকা, কত চলছে?

হু হু করে বাড়ছে সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ছে রুপোও। বিয়ের মরশুমে হলুদ ও সাদা ধাতুর গয়না কিনতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে মধ্যবিত্তি পরিবারগুলি। বুধবার কলকাতায় সোনা ও রুপোর দাম কত পড়ছে?

Advertisement
আজ সোনার রেট আকাশছোঁয়া, রুপো প্রায় ৪ লাখ টাকা, কত চলছে?প্রতীকী ছবি
হাইলাইটস
  • সোনার দাম আকাশছোঁয়া
  • পাল্লা দিয়ে বাড়ছে রুপোও
  • বুধবার কলকাতায় সোনা ও রুপোর দাম কত?

সোনার দাম আকাশ ছুঁয়েছে। গত সপ্তাহের শেষ দিকে সোনার দাম এক লাফে অনেকটা বেড়েছিল। বুধবারও আগের তুলনায় একইরকমভাবে বাড়ল হলুদ ধাতুর দর। বিয়ের মরশুমে কলকাতায় ২২ ও ২৪ ক্যারাট সোনার এই দামে মধ্যবিত্তের শিরে সংক্রান্তি।  

কলকাতায় বুধবার সোনার দাম কত?
২৮ জানুয়ারি বুধবার শহরে সোনার দাম (২২ ক্যারেট) বাড়ল ৬ হাজার ৬৫০ টাকা। 
> ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার বারের দাম ১ লক্ষ ৬৫ হাজার ৯০০ টাকা। 
> ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৬৬ হাজার ৭০০ টাকা
> ২৪ ক্যারেট ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৪৫০ টাকা। 

আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা এবং শেয়ার বাজারের ওঠানামার প্রেক্ষিতে সোনা আবারও নিরাপদ বিনিয়োগের ভরসা হিসেবে উঠে আসছে। তবে চলতি মাসের শেষে বিয়ের মরশুম ও উৎসবের প্রস্তুতির কারণে সোনার দাম আকাশছোঁয়া হওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তবে গয়না কেনার সময় মেকিং চার্জ, GST আলাদা করে দিতে হবে। ফলে মোট খরচ অনেকটাই বাজেট ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা। বর্তমান সোনার উপর GST ৩%। এর পাশাপাশি গয়নার দোকান অনুযায়ী মেকিং চার্জ আলাদা ভাবে নেওয়া হয়। ফলে বাজারে ঘোষিত দামের তুলনায় চূড়ান্ত বিলের অঙ্ক কিছুটা বেশি হয়। 

এদিকে, ২০২৬ সালের প্রথম মাসেও রুপোর দামের অবিশ্বাস্য উত্থান অব্যাহত রয়েছে। জানুয়ারির শুরু থেকে এই সাদা ধাতু প্রথমবারের মতো ৪ লাখ টাকার অঙ্ক স্পর্শ করেছে। চাহিদা ও সরবরাহের ব্যবধান এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে ধাতুটির এই অবিরাম উত্থান বজায় রয়েছে। 

কলকাতায় বুধবার রুপোর দাম (১ কেজি বার) ৩ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা। যা একদিন আগে ছিল ৩ লক্ষ ৪৮ হাজার ২৫০। অর্থাৎ মোট ১৮ হাজার ৫৫০ টাকা বেড়েছে। গয়না রুপোর দাম দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement