Gold Bond Investment : সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ, কাল থেকেই ছাড়, কত টাকা?

Sovereign Gold Bond Scheme-এর দ্বিতীয় সিরিজে প্রতি গ্রাম সোনার দাম ঠিক করা হয়েছে, ৫,১৯৭ টাকা। যদি কোনও বিনিয়োগকারী অনলইনে পেমেন্ট করেন, তবে তিনি প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। এই বন্ড স্কিম আট বছরের জন্য বৈধ। তবে পঞ্চম বছরের পর অকাল মুক্তির অপশান থাকছে। এই বন্ড কেনার জন্য নগদ, ডিমান্ড ড্রাফ্ট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তবে শুধুমাত্র ২০ হাজার টাকাই নগদে দেওয়া যাবে।

Advertisement
সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ, কাল থেকেই ছাড়, কত টাকা?প্রতীকী ছবি
হাইলাইটস
  • সস্তায় সোনা কেনার সুযোগ
  • শুরু হচ্ছে Sovereign Gold Bond Scheme-এর দ্বিতীয় সিরিজ
  • জানুন সমস্ত তথ্য

সোনায় বিনিয়োগের সুবর্ণ সুযোগ। সোমবার ২২ অগাস্ট শুরু হচ্ছে Sovereign Gold Bond Scheme-এর দ্বিতীয় সিরিজ। ২৬ তারিখ পর্যন্ত করা যাবে বিনিয়োগ। দ্বিতীয় সিরিজের ইস্যুর প্রাইস ইতিমধ্যেই নির্ধারণ করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে জুন মাসে হয়েছিল Sovereign Gold Bond Scheme-এর প্রথম সিরিজ। 

দাম কত?
Sovereign Gold Bond Scheme-এর দ্বিতীয় সিরিজে প্রতি গ্রাম সোনার দাম ঠিক করা হয়েছে, ৫,১৯৭ টাকা। যদি কোনও বিনিয়োগকারী অনলইনে পেমেন্ট করেন, তবে তিনি প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। এই বন্ড স্কিম আট বছরের জন্য বৈধ। তবে পঞ্চম বছরের পর অকাল মুক্তির অপশান থাকছে। এই বন্ড কেনার জন্য নগদ, ডিমান্ড ড্রাফ্ট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তবে শুধুমাত্র ২০ হাজার টাকাই নগদে দেওয়া যাবে। 

কারা বিনিয়োগ করতে পারবেন? 
এই স্কিমে যে কেউ এক গ্রাম সোনা কিনেও বিনিয়োগ শুরু করতে পারেন। তবে একটি অর্থবর্ষে কোনও ব্যক্তি ৪ কিলো পর্যন্ত সোনা কিনতে পারবেন। HUF এবং ট্রাস্টের জন্য, এই লিমিট ২০ কেজি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারের তরফে এই বন্ড জারি করবে রিজার্ভ ব্যাঙ্ক। 

কোনখান থেকে কিনবেন? 
এই বন্ড ব্যাঙ্ক (ছোট আর্থিক ব্যাঙ্ক এবং পেমেন্ট ব্যাঙ্ক ছাড়া), স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, নির্বাচিত পোস্ট অফিস এবং স্বীকৃত স্টক এক্সচেঞ্জ যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে বিক্রি করা হবে। ২০২২-২৩ আর্থিক বছরে এই স্কিমের প্রথম সিরিজটি চালু হয়েছিল গত জুন মাসে। সেই সময় ২০ থেকে ২৪ জুন পর্যন্ত সস্তায় সোনা কেনার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম সিরিজের সোনার দাম ধার্য করা হয়েছিল গ্রাম প্রতি ৫,০৯১ টাকা। 

আরও পড়ুনকলকাতায় নয়া পোস্টারে এবার মমতা-অভিষেক পাশাপাশি, জল্পনা

Advertisement

 

POST A COMMENT
Advertisement