Gold ETF: ১০০ টাকারও কম দামে কীভাবে কিনবেন খাঁটি সোনা? জেনে নিন গোল্ড ইটিএফ বিনিয়োগের সুবিধা

সোনার দাম দিনে দিনে বাড়ছে। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকারও বেশি। তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অনেকের কাছে সোনা হয়ে উঠেছে স্বপ্নের মতো। কিন্তু এখন এমন এক সুযোগ এসেছে, যার মাধ্যমে মাসিক আয় ১০–২০ হাজার টাকা হলেও সহজেই সোনা কেনা সম্ভব, এটি হল গোল্ড ইটিএফ (Gold Exchange-Traded Fund)।

Advertisement
১০০ টাকারও কম দামে কীভাবে কিনবেন খাঁটি সোনা? জেনে নিন গোল্ড ইটিএফ বিনিয়োগের সুবিধা
হাইলাইটস
  • সোনার দাম দিনে দিনে বাড়ছে। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকারও বেশি।
  • তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অনেকের কাছে সোনা হয়ে উঠেছে স্বপ্নের মতো।

সোনার দাম দিনে দিনে বাড়ছে। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ টাকারও বেশি। তাই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অনেকের কাছে সোনা হয়ে উঠেছে স্বপ্নের মতো। কিন্তু এখন এমন এক সুযোগ এসেছে, যার মাধ্যমে মাসিক আয় ১০–২০ হাজার টাকা হলেও সহজেই সোনা কেনা সম্ভব, এটি হল গোল্ড ইটিএফ (Gold Exchange-Traded Fund)।

গোল্ড ইটিএফ কী?
গোল্ড ইটিএফ হল এমন একটি বিনিয়োগ তহবিল যা শেয়ারের মতোই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়। এটি পুরোপুরি ইলেকট্রনিক বা ডিজিটাল ফর্মে থাকে, তাই নিরাপদ ও সহজে কেনা-বেচা করা যায়। ভৌত সোনার তুলনায় এটি অনেক বেশি লিকুইড অর্থাৎ সহজে নগদে রূপান্তরযোগ্য।

কত টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন?
গোল্ড ইটিএফ-এ মাত্র ১০০ থেকেও SIP (Systematic Investment Plan) শুরু করা যায়।
আপনি চাইলে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ১০০, ৫০০ বা ইচ্ছেমতো অঙ্কে গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করতে পারেন। বাজারের ওঠানামা সত্ত্বেও নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে তৈরি হবে একটি বড় ফান্ড। প্রয়োজনে ট্রেডিং সেশনের মধ্যেই ETF বিক্রি করা সম্ভব, আর টাকা পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।

গোল্ড ইটিএফ-এর মূল বৈশিষ্ট্য
শারীরিক সোনা কিনতে বা সংরক্ষণ করতে হবে না
স্টকের মতোই সহজে কেনা-বেচা যায়
 কোনো মেকিং চার্জ বা বিশুদ্ধতার চিন্তা নেই
দামের ভিত্তি সোনার বাজারমূল্যের উপর
ডিজিটাল বিনিয়োগ, তাই চুরি বা ক্ষতির ঝুঁকি নেই
কীভাবে বিনিয়োগ করবেন?
গোল্ড ইটিএফ-এ বিনিয়োগের জন্য লাগবে—
একটি ডিম্যাট অ্যাকাউন্ট
একটি ট্রেডিং অ্যাকাউন্ট
আপনার ব্রোকারের প্ল্যাটফর্ম থেকে BSE বা NSE-তে তালিকাভুক্ত গোল্ড ইটিএফ বেছে নিয়ে শেয়ারের মতোই কিনুন-বেচুন।

কেন মিউচুয়াল ফান্ডের চেয়ে ETF লাভজনক?
শেয়ারের মতো রিয়েল-টাইমে লেনদেন করা যায়
বিনিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ
লভ্যাংশে আয়কর নেই
ব্যয় অনুপাত কম, এক্সিট লোড নেই
বিভিন্ন সেক্টর বা সূচকে বিনিয়োগের সুযোগ

সুতরাং সোনা কিনতে আর স্বপ্ন দেখার দরকার নেই। মাত্র ১০০ থেকে শুরু করুন গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ, আর ভবিষ্যতে গড়ে তুলুন বড় অঙ্কের সোনার ফান্ড।

Advertisement

(বিঃদ্রঃ: বিনিয়োগের আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।)

 

POST A COMMENT
Advertisement