ফের রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ হল সোনার দাম। ক্রমাগত বাড়ছে সোনা ও রুপোর দাম। প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে মূল্যবান ধাতু। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) এর ওয়েবসাইট অনুসারে, মঙ্গলবার ২৪, ২২ ও ১৮ ক্যারেট সোনার দাম আরও বেড়েছে। ধনতেরাস ও দীপাবলির আগে সোনার দাম মারাত্মক হারে বাড়ছে। এরপরই শুরু হবে বিয়ের মরসুম। তখন এই দাম কোথায় গিয়ে পৌঁছবে চিন্তায় ক্রেতারা।
আজ কলকাতায় সোনার দাম কত?
আজ মঙ্গলবার, ৭ অক্টোবর কলকাতায় সোনার দাম ১০ গ্রামে ১,২৫০ টাকা বেড়েছে। প্রতি গ্রামে ১২৫ টাকা করে বেড়েছে। ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম রয়েছে ১,২২,০২০ টাকা। ২২ ক্যারেটের দাম রয়েছে ১,১১,৮৫০ টাকা। ১৮ ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৯১,৫২০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।
গতকাল, লক্ষ্মীপুজোয় ২২ ক্যারেট সোনার দাম ছিল ১০ গ্রাম ১,১০,৭০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১০ গ্রাম ১,২০,৭৭০ টাকা। আজ সে তুলনায় এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল।
সোনা ও রুপোর দাম সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত
সোনা ব্যবসায়ীরা বলেছেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস সোনার দাম বাড়ার একটি বড় কারণ। বিনিয়োগকারীদের মূল্যবান ধাতুর প্রতি আগ্রহ অব্যাহত থাকায় সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ভবিষ্যতে এর দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।