সোনার দাম আরও কমে গেল। অক্ষয় তৃতীয়ার পর দিনই সোনার দাম একধাক্কায় অনেকটা কমেছিল। শুক্রবারও কলকাতায় সস্তা হল সোনা। যার জেরে স্বস্তিতে সোনার বাজার। গত মাসে ১০ গ্রাম সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। যার জেরে মাথায় হাত পড়েছিল ব্যবসায়ীদের। অবশেষে দাম কমায় অনেকেই হাঁফ ছেড়ে বাঁচলেন। এদিন কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত, জেনে নিন...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৭৫৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৭৭৫ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৫৫১ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৫৭৩ টাকা। ফলে সোনার দাম কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৭ হাজার ৫৫০ টাকা। গতকাল ছিল ৮৭ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫ হাজার ৫১০ টাকা। গতকাল ছিল ৯৫ হাজার ৭৩০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কয়েক দিন আগে ১০ গ্রাম সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।