Gold Price Falls: একধাক্কায় সোনার দাম কমল অনেকটা, কলকাতায় কত সস্তা হল?

অক্ষয় তৃতীয়া মিটতেই হুড়মুড় করে কমে গেল সোনার দাম। একধাক্কায় ১০ গ্রাম সোনার দাম কমে গেল অনেকটা। গতকাল অক্ষয় তৃতীয়ার দিনও কমেছিল সোনার দাম। তবে তা সামান্য। বৃহস্পতিবার একধাক্কায় অনেকটা কমে গেল দাম। যার জেরে স্বস্তি মিলল সোনার বাজারে। গত কয়েক দিন ধরে যে হারে সোনার দাম বাড়ছিল, তাতে চিন্তায় পড়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Advertisement
একধাক্কায় সোনার দাম কমল অনেকটা, কলকাতায় কত সস্তা হল?সোনার দাম কমল।
হাইলাইটস
  • অক্ষয় তৃতীয়া মিটতেই হুড়মুড় করে কমে গেল সোনার দাম।
  • একধাক্কায় ১০ গ্রাম সোনার দাম কমে গেল অনেকটা।
  • বৃহস্পতিবার একধাক্কায় অনেকটা কমে গেল দাম।

অক্ষয় তৃতীয়া মিটতেই হুড়মুড় করে কমে গেল সোনার দাম। একধাক্কায় ১০ গ্রাম সোনার দাম কমে গেল অনেকটা। গতকাল অক্ষয় তৃতীয়ার দিনও কমেছিল সোনার দাম। তবে তা সামান্য। বৃহস্পতিবার একধাক্কায় অনেকটা কমে গেল দাম। যার জেরে স্বস্তি মিলল সোনার বাজারে। গত কয়েক দিন ধরে যে হারে সোনার দাম বাড়ছিল, তাতে চিন্তায় পড়েছিলেন স্বর্ণ ব্যবসায়ীরা। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৭৭৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৯৭৫ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৫৭৩ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৭৯১ টাকা। ফলে সোনার দাম কমল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৭ হাজার ৭৫০ টাকা। গতকাল ছিল ৮৯ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫ হাজার ৭৩০ টাকা। গতকাল ছিল ৯৭ হাজার ৯১০ টাকা। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কয়েক দিন আগেই সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। গত মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।
 

POST A COMMENT
Advertisement