সপ্তাহের শেষের দিকে সোনার দাম বদলে গেল কলকাতায়। আবার কমল সোনার দাম। যার ফলে সুবিধা হবে ক্রেতাদের। এখন বিয়ের মরশুম। বিয়ের মরশুমে সোনার চাহিদা থাকে। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। আবার, সোনা এক অমূল্য সম্পদও বটে। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। শুক্রবার কলকাতায় সোনার দাম অনেকটা সস্তা। এদিন ২২ ও ২২ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন...
কলকাতায় সোনার দাম কত?
শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, সোনার দাম খানিকটা কমল।
কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৭৬২ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৭৮৯ টাকা। ফলে সোনার দাম অনেকটা কমল।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭১ হাজার ১৫০ টাকা। গতকাল ছিল ৭১ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৭ হাজার ৬২০ টাকা। গতকাল ছিল ৭৭ হাজার ৮৯০ টাকা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্টোবর মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।