Gold Price Today: বিরাট স্বস্তি, সোনার দাম কমল অনেকটা, কলকাতায় কতটা সস্তা Gold?

অবশেষে স্বস্তি মিলল সোনার বাজারে। বুধবার একলাফে অনেকটা কমল সোনার দাম। গত কয়েক দিন ধরে সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। যে হারে সোনার দাম বাড়ছিল, তাতে মাথায় হাত পড়ে গিয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের। হিমশিম খাচ্ছিলেন ক্রেতারাও। অবশেষে সস্তা হল সোনা।  এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে... 

Advertisement
 বিরাট স্বস্তি, সোনার দাম কমল অনেকটা, কলকাতায় কতটা সস্তা Gold?সোনার দাম কমল।
হাইলাইটস
  • অবশেষে স্বস্তি মিলল সোনার বাজারে।
  • বুধবার একলাফে অনেকটা কমল সোনার দাম।
  • এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে... 

অবশেষে স্বস্তি মিলল সোনার বাজারে। বুধবার একলাফে অনেকটা কমল সোনার দাম। গত কয়েক দিন ধরে সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। যে হারে সোনার দাম বাড়ছিল, তাতে মাথায় হাত পড়ে গিয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের। হিমশিম খাচ্ছিলেন ক্রেতারাও। অবশেষে সস্তা হল সোনা।  এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৯৪০ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ১০ টাকা। অর্থাৎ, সোনার দাম কমল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৬৬৭ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৭৩৮ টাকা। ফলে সোনার দাম কমল।

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৭৯ হাজার ৪০০ টাকা। গতকাল ছিল ৮০ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮৬ হাজার ৬৭০ টাকা। গতকাল ছিল ৮৭ হাজার ৩৮০ টাকা। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। জানুয়ারি মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।

POST A COMMENT
Advertisement