Gold Price Today: সোনার দামে ফের বদল, কলকাতায় আজ ১০ গ্রাম Gold Rate কত?

কলকাতায় সোনার দাম আবার বদলে গেল। বুধবার ফের খানিকটা বেড়ে গেল সোনার দাম। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। এখন বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

Advertisement
সোনার দামে ফের বদল, কলকাতায় আজ ১০ গ্রাম Gold Rate কত?সোনার দামে ফের বদল।
হাইলাইটস
  • কলকাতায় সোনার দাম আবার বদলে গেল।
  • গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে।
  • এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম আবার বদলে গেল। বুধবার ফের খানিকটা বেড়ে গেল সোনার দাম। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা চলছে। এখন বিয়ের মরশুম চলছে। আর বিয়ে মানে সোনা থাকবে না, তা আবার হয় নাকি! সোনা শুধু অলঙ্কার নয়, সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

বুধবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ২৮৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ২০৫ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৯৪৭ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৮৬০  টাকা। ফলে সোনার দাম খানিকটা বাড়ল।

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭২ হাজার ৮৫০ টাকা। গতকাল ছিল ৭২ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৯ হাজার ৪৭০ টাকা। গতকাল ছিল  ৭৮ হাজার ৬০০ টাকা।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। অক্টোবর মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। তার আগে, অগাস্ট মাসের শুরুতেই সোনার দাম অনেকটা কমেছিল।  গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন। 
 

POST A COMMENT
Advertisement