Gold Price Update: আর সামান্য টাকা বাড়লেই সোনার দাম ১ লাখ, রেকর্ড গড়ার পথে...

সোনার দাম আকাশছোঁয়া। ১০ গ্রাম সোনার দাম একেবারে ১ লাখ টাকা ছুঁইছুঁই। সপ্তাহের প্রথম দিনেই সোনালি ধাতুর দাম আরও বাড়ল। ফলে অক্ষয় তৃতীয়ার আগে সোনার বাজার বেশ গরম। যার জেরে মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের। সোনা কিনতে গিয়ে একেবারে নাকাল অবস্থা ক্রেতাদেরও। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

Advertisement
আর সামান্য টাকা বাড়লেই সোনার দাম ১ লাখ, রেকর্ড গড়ার পথে...সোনার দাম বাড়ছে হু হু করে।
হাইলাইটস
  • সোনার দাম আকাশছোঁয়া।
  • ১০ গ্রাম সোনার দাম একেবারে ১ লাখ টাকা ছুঁইছুঁই।
  • সপ্তাহের প্রথম দিনেই সোনালি ধাতুর দাম আরও বাড়ল।

সোনার দাম আকাশছোঁয়া। ১০ গ্রাম সোনার দাম একেবারে ১ লাখ টাকা ছুঁইছুঁই। সপ্তাহের প্রথম দিনেই সোনালি ধাতুর দাম আরও বাড়ল। ফলে অক্ষয় তৃতীয়ার আগে সোনার বাজার বেশ গরম। যার জেরে মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের। সোনা কিনতে গিয়ে একেবারে নাকাল অবস্থা ক্রেতাদেরও। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে, জেনে নিন বিশদে... 

কলকাতায় সোনার দাম কত? 

সোমবার  কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯ হাজার ১৫ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ৯৪৫ টাকা। অর্থাৎ, সোনার দাম বাড়ল।

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৮৩৫ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৭৫৮ টাকা। ফলে সোনার দাম বাড়ল। 

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৯০ হাজার ১৫০ টাকা। গতকাল ছিল ৮৯ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার ৩৫০ টাকা। গতকাল ছিল ৯৭ হাজার ৫৮০ টাকা। 


প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। মার্চ মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, গত বছর অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল। মিসড কলের মাধ্যমে সোনা এবং রূপার দাম জানতে পারেন। ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, আপনি 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। কিছু সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে রেট সংক্রান্ত তথ্য পাবেন।
 

POST A COMMENT
Advertisement