Gold Price Today: হু হু করে বাড়ছে সোনার দাম, ফের রেকর্ড হারে বৃদ্ধির পথে; রইল আজকের Gold Rate

বেশ কিছু দিন ধরেই ওঠানামা করছে সোনা ও রুপোর দাম। বুধবারই সোনার দাম ৮০, ১৯৪ টাকা ছাড়িয়ে যায়। রুপোর দাম প্রতি কেজি ৯১,২৪৮ টাকায় পৌঁছেয়। বৃহস্পতিবার অর্থাৎ আজ বাজার খোলার দাম আরও বেড়ে যায়। আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জেনে নিন।

Advertisement
হু হু করে বাড়ছে সোনার দাম, ফের রেকর্ড হারে বৃদ্ধির পথে; রইল আজকের Gold Rateআজকের সোনার দাম

Gold Price Update in Kolkata: বেশ কিছু দিন ধরেই ওঠানামা করছে সোনা ও রুপোর দাম। বুধবারই সোনার দাম ৮০, ১৯৪ টাকা ছাড়িয়ে যায়। রুপোর দাম প্রতি কেজি ৯১,২৪৮ টাকায় পৌঁছেয়। বৃহস্পতিবার অর্থাৎ আজ বাজার খোলার দাম আরও বেড়ে যায়। আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জেনে নিন।

কলকাতায় আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সোনার দাম কত?
কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারেট পাকা সোনার দাম আরও বেড়ে হয়েছে ৭৬, ৭৫০ টাকা। বুধবারের থেকে ৬৫০ টাকা বেড়েছে সোনা। ২৪ ক্যারেটের দাম ৮০, ৭৫০ টাকা। পাকা সোনার বাটের দাম ৮০, ৩৫০ টাকা। এছাড়া, সোনার দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি। গয়না সোনার ক্ষেত্রে থাকবে মেকিং চার্জ। 

গতকাল বুধবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৭৬, ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮০,০৫০ টাকা। পাকা সোনার বাটের দাম ছিল ৭৯, ৬৫০ টাকা। মঙ্গলবার প্রতি গ্রামে ১০০ টাকা করে কমেছিল সোনার দাম। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ছিল ৭৫, ৮০০ টাকায়। ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৭৯,৭৫০ ও ১০ গ্রাম পাকা সোনার বাট ৭৯, ৩৫০ টাকা। তার আগে দু'দিন সোনার দাম ছিল ৭৫, ৯০০ টাকা। 

বিয়ের মরশুম শুরু হতেই হু হু করে বাড়ছে সোনার দাম।

সোনার বিশুদ্ধতা পরীক্ষা করবেন কীকরে?
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ISO (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন) দ্বারা হল মার্ক দেওয়া হয়। ২৪ ক্যারেট সোনার গয়নার ওপর ৯৯৯, ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের ওপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের ওপর ৭৫০ লেখা রয়েছে। বেশিরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। কিছু মানুষ ১৮ ক্যারেটও ব্যবহার করে। ক্যারেট ২৪ এর বেশি হয় না এবং ক্যারেট যত বেশি হয়, সোনা তত বেশি খাঁটি হয়।

Advertisement

POST A COMMENT
Advertisement