Gold Price Today: পুজো মিটতেই সোনা সস্তা, অনেকটা কমল, ২২ ও ২৪ ক্যারেট আজ কত?

সোনার দাম ক্রমাগত বাড়ছে। এরই মধ্যে দশমী কাটতেই সোনার দাম অনেকটা কমল। ৩ অক্টোবর সোনার দাম প্রতি গ্রামে অনেকটা কমেছে। লক্ষ্মীপুজোর আগে আরেকটু দাম কমলে সোনার বিক্রিবাট্টা বাড়তে পারে বলে মত স্বর্ণ ব্যবসায়ীদের। এর পরই আসছে ধনতেরাস ও দীপাবলি উৎসব। জানুন আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে।

Advertisement
পুজো মিটতেই সোনা সস্তা, অনেকটা কমল, ২২ ও ২৪ ক্যারেট আজ কত?আজকের সোনার দাম

সোনার দাম ক্রমাগত বাড়ছে। এরই মধ্যে দশমী কাটতেই সোনার দাম অনেকটা কমল। ৩ অক্টোবর সোনার দাম প্রতি গ্রামে অনেকটা কমেছে। লক্ষ্মীপুজোর আগে আরেকটু দাম কমলে সোনার বিক্রিবাট্টা বাড়তে পারে বলে মত স্বর্ণ ব্যবসায়ীদের। এর পরই আসছে ধনতেরাস ও দীপাবলি উৎসব। জানুন আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে।

কলকাতায় সোনার দাম কত রয়েছে?
আজ, ৩ অক্টোবর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি গ্রামে ১০,৮২০ টাকা। ২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ১১,৮০৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৮,৮৫৩ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। 

গতকাল  ২ অক্টোবর প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১১,৮৬৯ টাকা। ২২ ক্যারেটে প্রতি গ্রাম সোনার দাম ছিল ১০,৮৮০ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ৮,৯০২ টাকা। গতকালের থেকে আজ প্রতি গ্রামে ৬০ টাকা করে সোনার দাম কমেছে। ১০ গ্রামের দাম ৬০০ টাকা কমেছে।

রুপোর দাম বৃদ্ধি
তবে রুপোর দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৩ অক্টোবর, এর দাম প্রতি কেজিতে ১০০ টাকা বেড়ে ১,৫৩,১০০ টাকায় পৌঁছেছে।

সোনা ও রুপোর দাম বাড়ছে কেন?
সোনা ও রুপোর দাম ওঠানামা করে বিশ্বব্যাপী সোনার চাহিদা, বিভিন্ন দেশের মুদ্রার মূল্য এবং সুদের হার ইত্যাদির ওপর ভিত্তি করে। দুর্গাপুজোয় প্রতিটি দিন সোনার দাম বেড়েছে। লক্ষ্মীপুজোর আগে সোনার দাম খুব বেশি পরিবর্তন হবে না। সামনে ধনতেরাস ও দিপাবলি। উৎসবের আগে সোনার দাম আরও বাড়তে পারে। আপাতত দাম কমার কোনও ইঙ্গিত নেই বলেই বিশেষজ্ঞ মহল জানাচ্ছে।

POST A COMMENT
Advertisement