Gold Price Today: সোনার দাম দেড় লক্ষ টাকাও ছুঁতে পারে? আগেভাগে করুন বিনিয়োগ; রইল আজকের দাম

ফের বাড়ছে সোনার দাম। সোনার দামের ক্রমাগত পতনে আজ ব্রেক লাগল। আজ মাসের দ্বিতীয় দিন সোনার দাম ফের বাড়ল। গত মাসে ইরান-ইজরায়েল সংঘর্ষের সময় সোনার দাম ফের হাতের নাগালের বাইরে বেরোতে থাকে। সংঘর্ষবিরতির পর সোনার দাম কমছিল। বেশ কিছুদিন সোনার দাম কম থাকার পর আজ খানিকটা বাড়ল। বুধবার, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জানুন।

Advertisement
সোনার দাম দেড় লক্ষ টাকাও ছুঁতে পারে? আগেভাগে করুন বিনিয়োগ; রইল আজকের দামআজকের সোনার দাম

Gold Rate Today: ফের বাড়ছে সোনার দাম। সোনার দামের ক্রমাগত পতনে আজ ব্রেক লাগল। আজ মাসের দ্বিতীয় দিন সোনার দাম ফের বাড়ল। গত মাসে ইরান-ইজরায়েল সংঘর্ষের সময় সোনার দাম ফের হাতের নাগালের বাইরে বেরোতে থাকে। সংঘর্ষবিরতির পর সোনার দাম কমছিল। বেশ কিছুদিন সোনার দাম কম থাকার পর আজ খানিকটা বাড়ল। বুধবার, কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত জানুন।

আজ, ২ জুলাই কলকাতায় সোনার দাম কত?
আজ, ২ জুলাই বুধবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম রয়েছে ৯,০৬৫ টাকা। ২৪ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ৯,৮৮৯ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ৭, ৪১৭ টাকা। এর সঙ্গে কর যুক্ত হবে। গতকালের থেকে সামান্য বাড়ল দাম। 

১ জুলাই ২০২৫, মঙ্গলবার ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রামে ছিল ৯,৮৪০ টাকা। ২২ ক্যারেট সোনা প্রতি গ্রাম ছিল ৯,০২০ টাকায় বিক্রি হয়েছে। ১৮ ক্যারেট প্রতি গ্রামের দাম ছিল ৭, ৩৮০ টাকা। 

প্রতি ১০ গ্রামে দাম ১.২৫-দেড় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে
অনেক বিশেষজ্ঞ বলছেন, সোনার জন্য সমস্ত পরিস্থিতি অনুকূল বলে মনে হচ্ছে। খুব কম সময়ে সোনা প্রতি ১০ গ্রামে ১.২৫ লক্ষ টাকায় পৌঁছতে পারে। বিশ্বে আবার কোনও যুদ্ধ বাধলে সোনার দাম বাড়তে থাকবে। গত বছর জুলাই মাসে ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৬৮ হাজার টাকায়। ২০২৫-এ সেই দাম পেরিয়েছে ১ লাখের গণ্ডি। আগামী বছরেই সোনার দাম ১.২৫ লক্ষ টাকা-১.৫০ লক্ষ টাকায় পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের।

POST A COMMENT
Advertisement