Gold Price Today: সোনার দামে লাগাতার পতন, আজ কিনলে কত পড়বে? রইল রেট

সোনার দামে আবারও বড়সড় পরিবর্তন এসেছে। প্রায় ১২ দিন ধরে সোনার দামের পতন অব্যাহত। তার আগে সোনার দাম হু হু করে বাড়ছিল। লাখ ছুঁইছুঁই হয়েছিল ২২ ক্যারটে সোনার দাম। সেই তুলনায় এখন অনেকটাই কমেছে। আজ কত রয়েছে দাম?

Advertisement
সোনার দামে লাগাতার পতন, আজ কিনলে কত পড়বে? রইল রেটআজকের সোনার দাম

সোনার দামে আবারও বড়সড় পরিবর্তন এসেছে। প্রায় ১২ দিন ধরে সোনার দামের পতন অব্যাহত। তার আগে সোনার দাম হু হু করে বাড়ছিল। লাখ ছুঁইছুঁই হয়েছিল ২২ ক্যারটে সোনার দাম। সেই তুলনায় এখন অনেকটাই কমেছে। আজ কত রয়েছে দাম?

দেশীয় বাজারে সোনার উজ্জ্বলতা আজ কিছুটা ম্লান হয়েছে। এর প্রধান কারণ দুর্বল চাহিদা, শক্তিশালী ডলার এবং শুক্রবার মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষণ বলে মনে করা হচ্ছে।

কলকাতায় আজ সোনার দাম কত? 
আজ, ২১ অগাস্ট বৃহস্পতিবার সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় বেড়েছে। এদিন ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯২,৩০০ টাকা। ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১,০০,৭৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

গতকাল ২০ অগাস্ট ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,০০, ১৫০ টাকা। ২২ ক্যারেটের দাম ছিল ৯১ হাজার ৮০০ টাকা। 

ভাদ্র মাস মলমাস হওয়ায় অনেক ক্রেতারা বিয়ে বা শুভ অনুষ্ঠানের জন্য সোনা ক্রয় করেন না। ফলে এই সময়ে সোনার চাহিদা খানিকটা কম থাকবেয তবে বিশ্ববাজারে সোনার দাম কত থাকছে তা নির্ভর করছে।

ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ সোমবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল ও সন্ধেয় সোনা ও রুপোর দাম প্রকাশিত হয়।
 

POST A COMMENT
Advertisement